iPhone 15 Pro Max।আইফোন ১৫ কেমন হবে?

iPhone 15 Pro Max।আইফোন ১৫ কেমন হবে?iPhone 15 Pro Max Leak Review in Bangla! Price
iPhone 15 Pro Max Leak Review in Bangla! Price


প্রতিবছরের শেষের দিকে অ্যাপল তাদের আইফোন লাইন আপের সদস্যদের বাজারে আনে। সেপ্টেম্বরে তারা ফোনের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে থাকে। কিন্তু আইফোনের জনপ্রিয়তা বেশি। তাই অনেক আগে থেকেই আইফোন নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

iPhone 15 Release Date and Price
iPhone 15 Release Date and Price 


iPhone 15 প্রকাশের তারিখ এবং মূল্য – নতুন ডিজাইন ফাঁস

প্রতিবছরের মতো এবারও আইফোন ১৫ লাইন আপে নতুন কিছু ফিচার যোগ হচ্ছে। অনেকেই তাদের ফোন বদলের পরিকল্পনা করে নিয়েছেন। কিন্তু নতুন লাইন-আপ সম্পর্কে এখন পর্যন্ত কি জানা গেছে? চলুন জেনে নেই

আইফোন ১৫ কেমন হবে?

আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের A-17 চিপ ব্যবহার হতে পারে। বাকি নন প্রিমিয়াম মডেল দুটিতে থাকতে পারে, ১৪ সিরিজে ব্যবহার হওয়া A-16 চিপসেট। ৩ ন্যানোমিটারের নতুন চিপ, ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারির আয়ু উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করবে৷ দ্রুত কাজ করার পাশাপাশি, ডিভাইস থাকবে ঠান্ডা।

iPhone 15 Pro কেমন দেখতে হবে ফার্স্ট লুক চলে এল প্রকাশ্যে




আইফোন ১৫ লাইন-আপে আছে চারটি ফোন

আইফোনের নতুন লাইন আপে চারটি মডেল উন্মুক্ত হবে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন লাইন-আপের দুটো ফোনে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন থাকবে আর বাকি দুটো মডেলে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির স্ক্রিন। 

টাইটানিয়াম বিল্ড কোয়ালিটি

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে অ্যাপল ওয়াচ আল্ট্রার গঠন এবার আইফোনেও আসবে। অর্থাৎ আইফোনের বডি ফ্রেমে টাইটানিয়াম ব্যবহৃত হবে৷ যদি তা হয় তাহলে তো অনেক ভালো। স্টিল থেকে টাইটানিয়াম অনেক শক্তপোক্ত। কিন্তু তা লোহা থেকে পাতলা। 

আইফোন ১৫ সিরিজের ক্যামেরায় নতুন চমক



সব মডেলেই ডাইনামিক আইল্যান্ড

অ্যাপল গত বছর তাদের প্রো মডেলে ডাইনামিক আইল্যান্ড দিয়ে চমকে দিয়েছিল। তবে এবার আইফোন ১৫ লাইন আপে সব মডেলেই ডাইনামিক আইল্যান্ড থাকবে। 

অ্যাপল কি আইফোন 15 বাজারে আনবে

লঞ্চের টাইমলাইন হিসাবে, Apple iPhone 15 লাইনআপ গত বছরের মতোই সেপ্টেম্বরে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে । উল্লেখযোগ্যভাবে, অ্যাপল 22 জুন থেকে 2 অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 'ব্যাক টু ইউনিভার্সিটি' সেলের আয়োজন করছে


পেরিস্কোপ স্টাইলের জুমলেন্স

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন আইফোন ১৫ প্রো ম্যাক্সে পেরিস্কোপ স্টাইলের জুমলেন্স দেওয়া হবে। ফলে অপটিক্যাল জুমের সুযোগ বাড়বে অন্তত ছয়গুণ। 

ইউএসবি টাইপ সি পোর্ট

অ্যাপল নিয়ে কিছু অভিযোগ তো আছেই। তারা ইউএসবি টাইপ সি পোর্ট দিলেও তাতে ডাটা ট্রান্সফার দ্রুত নয়। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচবে। 

চার্জ থাকবে বেশি

অ্যাপল তাদের নতুন লাইন আপে ৩ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করবে। এ১৭ বায়োনিক প্রসেসরের ফেব্রিক্যাশন কম হওয়ায় মোবাইলের চার্জও অনেকক্ষণ থাকবে। 

লঞ্চ হতে চলেছে iPhone 15, এক নজরে দেখে নিন ফিচার! ফোনের দাম


iphone 15,iphone 15 pro max,iphone 15 pro,iphone 15 leaks,iphone 15 ultra,iphone 15 plus,apple iphone 15,iphone 15 pro max 2023,iphone 15 release date,iphone 15 camera,iphone 15 price,iphone 15 review,2023 iphone 15,iphone 15 news,iphone 15 design,iphone 15 colors,iphone 15 unboxing,iphone 15 pro leaks,iphone 15 zoom,iphone 15 rumors,iphone 15 battery,iphone 15 release date and price,iphone,iphone 14,iphone 15 pro max leaks

If you have any doubts please let me know

Previous Post Next Post