কিভাবে ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখবেন - kivabe Blog Post lekhben

কিভাবে ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখবেন - kivabe Blog Post lekhben
কিভাবে ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখবেন


কিভাবে আকর্ষনীয় ব্লগ পোস্ট/আর্টিকেল লিখবেন ?


আর্টিকেল লেখার নিয়ম | কিভাবে আকর্ষনীয় আর্টিকেল লিখবেন: যারা ব্লগিং পেশা নিয়ে আছেন তারা তারা অবশ্যই এটা জানেন যে, ব্লগপোস্ট তথা একটা কনটেন্ট একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ । বলা হয়ে থাকে Content Is King for a Website, সুতরাং বুঝতেই পারছেন আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আপনার ব্লগ পোস্ট অবশ্যই গুণগতমান সম্পন্ন হতে হবে।


ভালো মানের 5 থেকে 10 টি পোস্ট  করুন



আপনি এলোপাথাড়ি হাজারটা ব্লগ পোস্ট করার চেয়ে গুণগত মানের 5 থেকে 10 টি পোস্ট করলে আপনি ভালো ফলাফল পাবেন। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি, কিভাবে একটি ভাল মানের ব্লগ পোস্ট লিখবেন, একটি ব্লগ কনটেন্ট/আর্টিকেল লেখার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ ধারা বা নিয়ম কানুন সেগুলো বিস্তারিত আজকে আমি এখানে আলোচনা করছি । তো চলুন শুরু করা যাক।


কি বিষয় নিয়ে ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখবেন



একটি আকর্ষণীয় ব্লগ পোস্ট লিখতে হলে আপনাকে অবশ্যই লেখার বিষয় নির্বাচন করতে হবে।  আপনি ব্লগে লেখার ক্ষেত্রে বিষয় নির্বাচন করার জন্য যে বিষয়টি আপনি খুব ভালো জানেন,  ভালো বোঝেন এবং যে বিষয়টি সম্পর্কে আপনি ভালো ভাবে ভাবতে পছন্দ করেন, রিসার্চ করতে পছন্দ করেন, সেই বিষয়ের উপর লিখুন। তাহলে অবশ্যই আপনার লেখাটি একটি ভালো মানের লেখা হিসেবে বিবেচিত হবে। 



কি বিষয় নিয়ে ব্লগ পোস্ট বা আর্টিকেল লেখা যাবে না


আর এমন কোন বিষয় নির্বাচন করা যাবে না যে বিষয়ে আপনি কোন কিছুই জানেন না। আপনার অজানা বিষয় নিয়ে যদি ব্লগ পোস্ট লিখতে যান তাহলে সেই বিষয়ে আপনাকে রিসার্চ করতে করতে সময় কেটে যাবে কিন্তু ভালোভাবে সে লেখাটি আপনি প্রকাশ করতে পারবেন না । এমনকি ভিজিটরদের আকর্ষিতও করতে পারবেন না।


সেজন্য ব্লগে লেখার ক্ষেত্রে যে বিষয়টি আপনি সবচেয়ে ভালো বুঝেন, সেই বিষয়টি নিয়েই ভাবতে থাকুন, আর্টিকেল লিখতে থাকুন এবং সে বিষয়ে লেখা গুলো আপনার ভিজিটরদের মাঝে পৌঁছে দেয়ার চেষ্টা করুন।  মনে রাখবেন ভালো মানের লেখা যে বিষয়য়েই হোকনা কেন সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে সে বিষয়ে আপনি সফল হতে পারবেন।


আর্টিকেল রির্সাচ করার নিয়ম


আপনি যে বিষয়ের লিখবেন অবশ্যাই সেই বিষয়ে আপনাকে রিসার্চ করতে হবে। গুগল, ইউটিউব বা অন্যন্য জায়গা থেকে একাধিক বা রিসার্চ করে তথ্য সংগ্রহ করতে হবে। তারপর তা নিজের ভাষায় সুন্দর ও সহজলভ্য ভাষায় উপস্থাপন করতে হবে।


হেডলাইন এর ব্যবহার: আর্টিকেল লেখার নিয়ম


ব্লগে লেখার জন্য হেডলাইন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।  লেখার শুরুতে অবশ্যই লেখার হেডিং টি আপনাকে খুবই বিবেচনা করে নির্ধারণ করতে হবে।  কেননা আশি শতাংশ পাঠক যারা হেডলাইন দেখে একটি লেখাকে পড়ার মনস্থ করে। যদি আপনার হেডলাইনটা একটি ভিজিটরের পছন্দ মতো না হয় তাহলে সে আপনার লেখাটিকে কখনোই পড়বেনা।

সে জন্য খুবই গুরুত্বপূর্ণ হল, লেখা হেডলাইন টি খুব ভালোভাবে দেওয়া। একটি আর্টিকেলের হেডলাইন যত সুন্দর হবে, ভিজিটরদের লেখাটি পড়ার চান্স ততটাই বেড়ে যাবে। 
ভিজিটরদের আকর্ষন: কিভাবে আকর্ষনীয় আর্টিকেল লিখবেন

আপনার লেখাটি এমন ভাবে শুরু করতে হবে যেন শুরুতেই ভিজিটরদের আকর্ষণ করা যায়।  কেননা ভিজিটর সবসময় আকর্ষিত কোন বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন। যখনই আপনার লেখাটি কোন আকর্ষণমূলক হবে তখন এর ভিজিটর আপনার লেখাকে বেশি সময় দিয়ে পড়বে।  

আপনার লেখাটিতে কিছু ফান, এবং কিছু অজানা বিষয় তুলে ধরুন ভিজিটর এর আগে কখনো পড়েনি। আর যখন একটা ভিজিটর কোন নতুন কিছু জানতে পারবে এবং শিখতে পারবে তখন আপনার লেখার প্রেমে পড়ে যাবে।  আর যখন আপনাকে পছন্দ করবে তখনই আপনি পূর্ণতা লাভ করবেন। আপনার লেখায় যদি কোন ভিজিটর বা পাঠক না পড়ে তাহলে সেই লেখার কোনো মূল্যই থাকবে না।



থাম্বনেইল ইমেজ ব্যবহার



আপনার একটি ব্লগ পোস্ট কে আকর্ষণীয় করে তুলতে হলে অবশ্য একটি থাম্বনেইল ইমেজ ব্যবহার করতে হবে।  থাম্বনেইল ইমেজটা হল একটি ওয়েবসাইটে বা একটি ব্লগে প্রবেশ করার পর প্রত্যেকটা পোস্ট এর সাথে যে ইমেজটি দেখা যায় সেটাই হল  থাম্বনেইল ইমেজ।



একটি ইমেজ যতটা আকর্ষণীয় হবে সেই আর্টিকেল এ ক্লিক করার হার ততটাই বেড়ে যাবে। তাই একটি ব্লগ পোস্ট করার সময় একটি অপটিমাইজ, ও সুন্দর থাম্বনেইল ইমেজ তৈরি করতে হবে ।


আসলে একটি ব্লগ পোস্টে ক্লিক করার জন্য একটি থাম্বনেইল ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে একটি ব্লগ পোস্ট বা একটি ইউটিউব ভিডিওর উপর ইমেজের উপর ডিপেন্ড করে  প্রায় 25% ভিজিটর সে বিষয়টি নিয়ে পড়া/ দেখার ইচ্ছা পোষণ করে।।


ট্যাগ ব্যবহার করা অনেক জরুরি



আপনার লেখাটির বিষয়ে কয়েকটি ট্যাগ ব্যবহার করা যেতে পারে। একটি ব্লগপোস্টে ট্যাগ যেমনটা একটি সার্চ ইঞ্জিন এর জন্য গুরুত্বপূর্ণ তেমনি ইউজার ফ্রেন্ডলি ও হতে পারে।  

যখন একটা ইউজার আপনার ব্লগ পোস্টটিকে পড়তে থাকবে তখন যখন ট্যাগ গুলোকে দেখবে । তখন আপনার পোস্ট সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা চলে আসবে সে জন্য একটি ব্লগ পোস্টে ট্যাগ এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।


ক্যাটাগরি বা লেভেল নির্ধারণ


আপনি একটি ব্লগ পোস্ট/আর্টিকেল লেখার পর সেটি পাবলিশ করার আগে অবশ্যই একটি ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে।  যাতে করে কোন ভিজিটর কোন ক্যাটাগরির লেভেল কোন পোস্ট খুঁজতে সে ক্যাটাগরিতে ক্লিক করে সহজেই পেয়ে যায়।  তাই লেখাটির প্রকাশ করার পূর্বে অবশ্যই এমন একটি ক্যাটাগরি নির্ধারণ করতে হবে, যে ক্যাটাগরির সাথে বা বিষয়ের উপর লেখাটি মিল রয়েছে।  

সঠিক ক্যাটাগরি নির্বাচনের ওপর নির্ভর করে আপনার লেখাটি ভিজিটর দের কাছে পৌঁছার রাস্তা।


Tag

আর্টিকেল লেখার নিয়ম,কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লগ পোস্ট লিখবেন,ব্লগে আর্টিকেল কিভাবে লিখতে হয়,কিভাবে ব্লগ লিখতে হয়,
কীভাবে আমি ব্লগ পোস্ট তৈরি করবো,আর্টিকেল রাইটিং,কিভাবে ব্লগ লিখবেন,আর্টিকেল লেখার কৌশল,ব্লগার এ আর্টিকেল এসইও কিভাবে করব,আর্টিকেল রাইটিং এজেন্সি,আর্টিকেল লিখে আয়,কিভাবে এস ই ও ওপটিমাইজড আর্টিকেল লিখতে হয়,আর্টিকেল কিভাবে লিখব,ব্লগ কিভাবে লিখতে হয়,কিভাবে ব্লগ লিখতে হয়,ব্লগার ওয়েবসাইটে কিভাবে পোস্ট করব,ব্লগে কিভাবে পোষ্ট করতে হয়,বাংলা আর্টিকেল ইউনিক কিনা কিভাবে বোঝব,বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট,ভাইরাল ব্লগ পোস্ট,ব্লগ পোস্ট লেখার কিছু টিপস,ভাইরাল ব্লগ পোস্ট লেখার কিছু টিপস,আর্টিকেল

If you have any doubts please let me know

Previous Post Next Post