ইসলামী ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৩।। Islami Bank Loan Syste

ইসলামী ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৩।। Islami Bank Loan Syste

ইসলামী ব্যাংক লোন পদ্ধতি ২০২৩ | Islami Bank Loan System


ইসলামী ব্যাংক লোন পদ্ধতি অর্থাৎ ইসলামী ব্যাংক লোন কিভাবে দেয়; অনেকেই জানতে চান। ইসলামী ব্যাংক কি প্রচলিত ব্যাংকের মতন লোন বা ঋণ দেয় বা ভিন্ন পদ্ধতি লোন দেয়? এসব প্রশ্নের আলোকে আজকে আমাদের এই লোন পদ্ধতি আর্টিকেল। আশাকরি আপনারা শেষ পর্যন্ত পড়লে, অনায়াসে লোন কিভাবে নিতে হয় সেটা জানতে পারবেন।


বাংলাদেশে ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট


ইসলামি ব্যাংক গড়পড়তা অন্যান্য ব্যাংকের মতন নয়। এখানে লোনের ধারনা ভিন্ন। এখানে লোন না দিয়ে, তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার কাজে সহায়তা করে থাকে।আরো পড়ুন: ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


ইসলামী ব্যাংক লোন পাওয়ার জন্য যা প্রয়োজন বা শর্ত?


ইসলামী ব্যাংক লোন পদ্ধতির এই আর্টিকেলে আপনাদের লোন সম্পর্কে বিস্তারিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।


ইসলামী ব্যাংক লোন পদ্ধতি,ইসলামী ব্যাংক লোন,ব্যাংক লোন,ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক লোন পদ্ধতি বিস্তারিত,প্রবাসী কল্যাণ ব্যাংক লোন,ব্যাংক লোন নিতে চাই,লোন নিতে চাই,সহজে ব্যাংক লোন,ব্র্যাক ব্যাংক লোন,ইসলামী ব্যাংক হোম লোন,ইসলামী ব্যাংক হাউজ লোন,ইসলামী ব্যাংক প্রবাসী লোন,ইসলামী ব্যাংক ডিপিএস,ইসলামী ব্যাংক এফডিআর,ইসলামী ব্যাংক রেমিট্যান্স,জনতা ব্যাংক লোন,ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম,জমি বন্ধক রেখে ব্যাংক লোন নেয়ার পদ্ধতি,সুদমুক্ত ইসলামি ব্যাংক


ব্যাংক থেকে লোন নেওয়ার কারণ।

আইন কানুন কতটুকু মেনে চলে।

মাসিক আয়।

যেসব কাগজ পত্র প্রয়োজন।

হোম বা বাড়ি লোন নেয়ার পদ্ধতি।

ছাত্র ছাত্রী লোন পদ্ধতি।


১. ব্যাংক থেকে লোন নেওয়ার কারণ:


বাড়ি-গাড়ি কেনা, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লেখাপড়া চালিয়ে করার জন্য ইসলামী ব্যাংক লোন দিয়ে থাকে। এখন আপনি ঠিক কোন কারণে লোন নিবেন, সে করণ দেখাতে হবে।


২. আইন কানুন কতটুকু মেনে চলে:


সরকারি বিধি নিষেধ কতটুকু মেনে চলছে তার ওপর নির্ভর করছে আপনার লোন দেওয়া বা না দেওয়া। তাই দেশের আইন, বিধি-নিষেধ মেনে চলা অপরিহার্য শর্ত।


৩. মাসিক আয়:


ইসলামি ব্যাংক থেকে লোন নিতে হলে আপনার মাসিক আয় দেখাতে হবে। প্রয়োজন মত বা শর্ত মাফিক মাসিক আয় না থকলে লোন গ্রহণ করতে পারবেন না।


৪. ইসলামী ব্যাংক লোন নিতে যেসব কাগজ পত্র প্রয়োজন


বেতন স্টেটমেন্ট।

বর্তমান আর্থিক অবস্থা।

জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড)

ব্যবসার ক্ষেত্রে সরকারি অনুমোদন পত্র।


৫. আপনার বাসা শহর বা পৌরসভার মধ্যে থাকলে সহজে লোন পেয়ে যাবেন।


৬. আপনার সাথে একজন গ্যারান্টি বা সাক্ষী থাকা আবশ্যক


৭. ইসলামি ব্যংক থেকে লোন নিতে হলে আপনার বয়স ২১ থেকে ৬৫ এর মধ্য হতে হবে।

ইসলামী ব্যাংক হোম বা বাড়ি লোন নেয়ার পদ্ধতি। home loan


ইসলামী ব্যাংকে বাড়ি তৈরীর জন্য ঋণ নিতে হলে আপনাকে অবশ্যই যে বিষয় গুলো সম্পর্কে আগে জানতে হবে তা বিস্তারিত নিচে দেওয়া হল।


উপার্জনক্ষম ব্যক্তি হতে হবে।

ঋণ নিয়ে পরিশোধের সক্ষমতা থাকতে হবে

ঋণ নিয়ে বাড়ি ক্রয় করলে ইসলামি ব্যাংক বাড়ি ক্রয়ের

 মোট খরচের 60% ব্ল সহযোগিতা করতে পারে। যার পরিমাণ সর্বোচ্চ 20 লক্ষ টাকা।

বাড়ি তৈরির ক্ষেত্রে মোট খরচের 60% লোন দিবে ইসলামি ব্যাংক । যার পরিমাণ সর্বোচ্চ 30 লক্ষ টাকা।

ইসলামী ব্যাংক ছাত্র ছাত্রী লোন পদ্ধতি। student loan.


ইসলামি ব্যাংকে স্টুডেন্ট লোন পদ্ধতি রয়েছে। তারা যাতে অর্থাভাবে ঝড়ে না পড়ে, সে এ ঋণের ব্যবস্হা রয়েছে। বিস্তারিত জানতে নিকটস্থ শাখায় কন্টাক্ট করুন।


ইসলামী ব্যাংকের কৃষি ঋণ।


বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়নে ইসলামী ব্যাংক প্রান্তিক কৃষকদের ঋণ সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংকের এ ঋণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


কৃষি ঋণের প্রয়োজনীয় কাগজপত্র।


NID Card

জমিনের কাগজপত্র

কৃষকের অভিজ্ঞতা পেশ করতে হবে।

নিকস্হ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।


ইসলামি ব্যাংক ফিলান্সিং লোন।


ইসলামি ব্যাংক সবার দিকে দৃষ্টি রেখে কাজ করে। বিশেষ করে তরুণ প্রজন্মের ফিলান্সিং এর প্রতি প্রবল ঝুক। তাদের আগ্রহের প্রতি গুরুত্বারোপ করছে ইসলামি ব্যাংক। একজন ফিলান্সারের যে সব জিনিসপত্র লাগে,  ইসলামি ব্যাংক তা কেনার জন্য লোন বা ঋণ দিয়ে থাকে। 


যোগ্যতা ও শর্ত।


দুই বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে। ইসলামি ব্যাংকের একাউন্ট থাকতে হবে।


ইসলামী ব্যাংক ব্যাবসা প্রসার লোন।


কৃষি যেমন একটা দেশের অর্থনীতির মূলচালিকা শক্তি, তেমনিভাবে ব্যাবসাও।  ব্যাবসার মাধ্যমে প্রভূত উন্নতি করা যায়। বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কিন্তু বাংলাদেশর মতন দরিদ্র দেশের মানুষের ব্যাবসা করা কঠিন হয়ে দাড়ায়।  টাকার অভাবে অনেকে হিমশিম খান। এদিক বিবেচনা করে ইসকামী ব্যাংক ব্যাবসা প্রাসারের জন্য লোন দিচ্ছে।


ব্যাবসা প্রসার লোনের জন্য যা লাগবে।


NID Card

ব্যাবসার লাইসেন্স।

ব্যাবসার কাগজপত্র

Car কার বা গাড়ি লোন।

আপনি যদি গাড়ি লোনের মাধ্যমে কিনতে চান, তাহলে আপনি ইসলামি ব্যাংকের সহায়তায় অতি সহজে ক্রয় করতে পারেন গাড়ি। এক্ষেত্রে দুই ক্যাটাগরি রয়েছে


ক, নতুন গাড়ির জন্য ৫ বছর মেয়াদি লোন।খ,পুরাতন গাড়ির জন্য ৪ বছরি লোন। ইসলামী ব্যাংক কার লোন সম্পর্কে বিস্তারিত জানতে ইসলামী ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন


ইসলামি ব্যাংকের ইন্টারেস্ট


ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকে মত ইন্টারেস্টের নামে শোষণ করে না। ইসলামি ব্যাংকে বিভিন্ন রকম ইন্টারেস্ট র চালু রয়েছে। ইন্টারেস্ট রেট 7.50% থেকে 16 ভাগ পর্যন্ত হতে পারে।


এই হল ১০টি মোট ইসলামী ব্যাংকের শাখা বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে।


ইসলামী ব্যাংক হেল্পলাইন। 

ইসলামী ব্যাংক হেল্পলাইন নম্বর হল 16259 বা 09611016259

If you have any doubts please let me know

Previous Post Next Post