সুজন আমায় একলা ডাকে ও সখি থাকো যদি সঙ্গে মোর থাকো যদি সঙ্গে,


চৈতালী ঐ ঝিঝির ডাকে গাও গ্রামের নদীর বাকে, সুজন আমায় একলা ডাকে ও সখি থাকো যদি সঙ্গে মোর থাকো যদি সঙ্গে, কতো রঙ্গের পাল তুইলা দিমু গাঙ্গে। বিষখালীর ঐ ঢেউয়ের খেলা, দেখবো দুজন সারাবেলা আর কইবো যতো মনের কথা কতো রংও ঢঙ্গে। ও সখি থাকো যদি সঙ্গে মোর থাকো যদি সঙ্গে, কতো রঙ্গের পাল তুইলা দিমু গাঙ্গে। উথাল পথাল ঢেউয়ের বুকে নৌকা আমার চলে, কতো শন শনাশন চলে নৌকা পাগলা হাওয়ার তালে। তাই যৌবনের গান গাইবো মোরা আজ দুজনে মিলে। ও সখি থাকো যদি সঙ্গে মোর থাকো যদি সঙ্গে, কতো রঙ্গের পাল তুইলা দিমু গাঙ্গে। বিষখালীর ঐ জল তরঙ্গে দুজন মিলে হেসে খেলে শেষ বিকালে যাবো ভেসে অচীন পুরের দেশে। ও সখি থাকো যদি সঙ্গে মোর থাকো যদি সঙ্গে কতো রঙ্গের পাল তুইলা দিমু গাঙ্গে

#আমারকথাপড়লেমনেমিসকলদিওআমারফোনে #হুমায়ুনআহমে #হুমায়ুনআহমেদেরগান #তুইতোরুপাসুখেইআছিস #আমার

If you have any doubts please let me know

Post a Comment

If you have any doubts please let me know

Post a Comment (0)

Previous Post Next Post

add