আরাফার দিনের রোযাটি কবে রাখতে হবে?

আরাফার দিনের রোযাটি কবে রাখতে হবে?
আরাফার দিনের রোযাটি কবে রাখতে হবে?

 রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন


🔸 আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ্‌র কাছে আশাবাদী যে, এতে তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। -[সহিহ মুসলিম হাদিস নং- ২৬৩৬]


🔹 আরাফার রোজা সম্পর্কে হাদীসে পাকে “ইয়াওমে আরাফাহ” অর্থাৎ আরাফার দিনের কথা বলা হয়েছে। আর ইয়াওমে আরাফাহ হচ্ছে যিলহজ্ব মাসের ৯ তারিখ। সুতরাং আরাফার রোজাটি রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখ অর্থাৎ ৯ ই জুলাই শনিবার দিনে।


🔸 সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ হয়। তাই মুহাক্কিক আলেমগনের ফতুয়া হচ্ছে, বাংলাদেশে আরাফার রোজা রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখে অর্থাৎ ঈদের আগের দিনে। কারন রাসূল সাঃ বলেছেন, “তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করে।” -[সহীহ বুখারীঃ- ১৯০৬]


🔹 তবে এক্ষেত্রে উত্তম হচ্ছে ৮ এবং ৯ তারিখ উভয় দিনই রোজা রাখা। কারো পক্ষে যদি দুইদিন রোজা রাখা সম্ভব না হয়, তাহলে তিনি ৯ ই জুলাই শনিবার দিন আরাফার রোজার নিয়তে রোজা রাখবেন ইন শা আল্লাহ



আরাফার দিনের রোজা,আরাফার দিন কবে,আরাফার দিনের রোজা কবে,আরাফার দিনের রোজার ফজিলত,আরাফার রোজা কোন দিন রাখতে হবে,আরাফার দিনের আমল,আরাফার দিনের ফজিলত,আরাফার রোজা কবে,আরাফার রোজা,আরাফার দিনের দোয়া,আরাফার দিন রোজা রাখার ফজিলত,আরাফার দিনের রোজার ফজিলত কি,আরাফার দিনের ফযিলত,আরাফাতের দিনের দোয়া,আরাফাতের দিনের আমল,আরাফার রোজা কখন রাখতে হবে,আরাফার রোজা কোন দিন রাখতে হয়,আরাফার দিনের দোয়া,আরাফার রোজার ফজিলত,আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া,আরাফার রোজা কোন দিন


আরাফার দিনের রোযাটি কবে রাখতে হবে?


আরাফার দিনের রোজা,আরাফার দিন কবে,আরাফার রোজা কবে,আরাফার রোজা কোন দিন,আরাফার রোজা,আরাফার রোজার ফজিলত,আরাফার দোয়া,আরাফর রোজার নিয়ত,আরাফার ময়দান,জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল,জিলহজ্জ মাসের রোজার ফজিলত,জিলহজ্জ মাসের রোজা,জিলহজ্জ মাসের আমল,জিলহজ্জ মাসের ফজিলত,জিলহজ্জ মাসের ফজিলত ও আমল,mijanur rahman azhari,arafat roza,arafat roza bangla

If you have any doubts please let me know

Previous Post Next Post