ভালোবাসা দিলে সখি অমৃত স্বাদে,তোমার প্রেমের অনুরাগে।


ভালোবাসা দিলে সখি অমৃত স্বাদে।

মিষ্টি মধুর হাসির ছলে প্রেমের অনুরাগে, তোমার প্রেমের অনুরাগে।

যৌবন বসন্তে তোমার কোমল পরশে, ঝিঝির ডাকে জোছনা রাতে চৈতালী বাতাসে সখি, চৈতালী বাতাসে।
তাইতো প্রেমের ঢংকা বাঝে, আমার মনের মাঝে সখি, আমার মনের মাঝে। প্রেম প্রেয়সী মনটা আমার কতো রঙ্গে সাজে,
বলিতে না পারি তোমায় লাজুক চোখের লাজে, আমার লাজুক চোখের লাজে। আষাড়েঢ় ঐ বাদলা দিনে বর্ষারাণী সাজে
প্রেম সোহাগে মন মাতলে কদম্ব সৌরভে সখি, কদম্ব সৌরভে। তাইতো আনমনে আমি তোমার প্রেমে ফেসে,
প্রেম তরঙ্গে ভেসে গেলাম, স্বর্গ সুখের দেশে সখি, স্বর্গ সুখের দেশে। ভালোবাসা দিলে শুধু সাশন গেলে ভূলে,
তাইতো আমি বণ্য হলাম, প্রেমেরি অরণ্যে তোমার, প্রেমেরি অরণ্যে।
এত প্রেম ভালোবাসা, চুপিসারে কাছে আসা। দুজনে দুজনার হয়ে মধুর প্রেমের কথা, মনে কতো লাগে সুখর দোলা সখি যায়না যে আর ভোলা। সে কথা যায়না যে আর ভোলা।

অনুরাগের ছোঁয়া,অনুরাগের ছোঁয়া আগামী পর্ব,অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া কালকের পর্ব,অনুরাগের ছোঁয়া,প্রেম অনুরাগ,অনুরাগের ছোঁয়া গান,অনুরাগের ছোঁয়া নাটক,তোমার আমার প্রেম,অনুরাগের ছোঁয়া today,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,অনুরাগ না থাকি প্রেম কিসে,অনুরাগের ছোঁয়া আজকের পব,অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ১২ জুলাই রিভিউ,অনুরাগের ছোঁয়া সিরিয়াল,অনুরাগের ছোঁয়া নাটক আগামী পর্ব ফুল এপিসোড রিভিউ
ডাইনি তাজেলের গোপন প্রেমে ফেঁসে গেল মফিজ,প্রথমবার কারো প্রেমে ফেঁসে গেলে গানটি শুনুন,তোমার দিকে কেউ তাকালে তাঁর চোখ আমি উপড়ে নেব দীপা,প্রেমে পড়ে,প্রেমের গান,তোমার সনে কিসের পিরীতি,ফেইসবুক প্রেম,ফেসে গেলো,তুমি প্রেম তুমি ভালোবাসা,নতুন নতুন কারো প্রেমে পড়লে গানটি শুনুন,তোমাকে,ফেঁসে গেল উর্মি,দীপা কবিরকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই ফেঁসে গেলো মিশকা,সাথী সিরিয়াল নতুন প্রমো,আমার পৃথিবী তুমি,ওরা সবাই বেঁচে গেছে একমাত্র আমিই ফেঁসে গেলাম #ps_life #fanny_shorts

If you have any doubts please let me know

Post a Comment

If you have any doubts please let me know

Post a Comment (0)

Previous Post Next Post

add