দাড়ি চুল পেকে গেল, চোখের নজর কম হইলো।

 এক সপ্তাহ খুব জ্বর হয়েছিল।

জীবনের ১ম লেখা গানটি বার বার মনে পরেছিলো তাই গানটি আজ ফেইজবুকে দিলাম।


গান
দাড়ি চুল পেকে গেল, চোখের নজর কম হইলো। দন্তগুলো ঝরে গেল, লাঠি আমার সাথি হলো। এখন আমার কোন কিছুই আগের মত চলেনা চলেনা চলেনা। জীবন আমার আগের মত চলেনা। বয়সের দাবানলে মন আমার গেছে জ্বলে, এখন আমার মন বাগানে সুখের ফসল ফলেনা ফলেনা ফলেনা। জীবন আমার আগের মত চলেনা। ডায়বেটিস আর পেরেসারে মাঝে মাঝে এটাক করে, কখন জানি হার্ড এটাকে ঘটায় সে দুর্ঘটনা ঘটনা ঘটনা। জীবন আমার আগের মত চলেনা। যৌবনের বাহাদুরি, মনেরি ছলচাতুরী বয়সকালে এখন আমার কোন কিছুই আগের মত চলেনা চলেনা চলেনা। জীবন আমার আগের মত চলেনা। মনের ঐ রংমহলে মরণ কথা স্মরণ হলে, মাঝে মাঝে চক্কর মারে আমার মাথার মগজে, মগজে মগজে। কখন জানি আজরাইল সাহেব আইসা দাড়ায় দুয়ারে, দুয়ারে দুয়ারে। আজরাইল বাজালে ঘন্টা, চলে যাবে আমার জানটা, পাড়াপড়শী কারোই মানা সেতো কভূ শোনবনা, শোনবেনা শোনবেনা জীবন আমার আগের মত চলেনা।


If you have any doubts please let me know

Previous Post Next Post