ভালোবাসি তোমায় আমি বলা কভূ হলোনা

 

ভালোবাসি তোমায় আমি বলা কভূ হলোনা

একখানা কবিতা লিখলাম কবিতার নাম কি হতে পারে দর্শকদের মতামত চাই।

           


  

কবিতা

ভালোবাসি তোমায় আমি বলা কভূ হলোনা,

তাই বলে কি তোমায় আমার ভালোবাসা হলোনা।

এতো ভালোবাসি তোমায় সেসব কথা বলতে তোমায় লাগবে আমার অনেক সময়।

তাইতো আমার হয়নি বলা ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে।

প্রথম ভালোবেসেছিলাম বসন্তের ঐ ফাগুনে,

কতো হরেক রকম ফুলের মালায় সাজিয়েছিলাম তোমাকে।

কতো হাসি হাসলে তুমি জানিনা কোন খুশিতে।

তবুও কি হয়নি বলা ভালো বাসি তোমাকে।

বৈশাখী এক মেলাতে দুই টাকার এক মাটির পুতুল দিয়েছিলাম তোমাকে।

কতো হাসি হাসলে তুমি জানিনা কোন খুশিতে।

তবুও কি হয়নি বলা ভালোবাসি তোমাকে।

মহাজৈষ্ঠের দুপুরে যখন তুমি এসেছিলে জল ভরিতে পুকুরে তোমার পায়ের নূপুর পরে গেলো জল ভরা ঐ পুকুরে।

কতো কষ্টে তুইলা দিলাম নূপুর তোমার দুই হাতে।

কতো হাসি হাসলে তুমি জানিনা কোন খুশিতে।

তবুও কি হয়নি বলা ভালোবাসি তোমাকে।

বর্ষাকালের প্রভাতে বরশি পেতে পুকুরে,

তোমার আসে বসেছিলাম আসবে কখন পুকুরে।

অবশেষে দুপুরে এলে যখন পুকুরে

দুটি কদম ফুলের রসোরগোল্লা দিলাম তোমার দুইহাতে।

মিছামিছি খেয়ে তুমি হাসলে কতো খুশিতে।

তবুওকি হয়নি বলা ভালোবাসি তোমাকে।

কবিতা মন মুগ্ধ করা কবিতা ফালগুনের কবিতা

ভালোবাসি তোমায় আমি বলা কভূ হলোনা

If you have any doubts please let me know

Previous Post Next Post