bangla keyboard।। বাংলা কিবোর্ড কিভাবে ব্যবহার করবেন?

bangla keyboard ।।Bijoy Bangla Keyboard Shortcut
bangla keyboard bijoy bangla keyboard for android

বিজয় কিবোর্ড দিয়ে । বাংলা লেখা খুব সহজ, যেকোনো জায়গায়, খুব দ্রুত অফিসিয়াল কাজের জন্য বাংলা লিখতে পারেন সহজেই । আপনি কিভাবে বিজয় সফটওয়্যারের সাহায্যে,কম্পিউটার  বা ল্যাপটপ এ ফুলি বাংলা লিখবেন ।  বিজয় সফটওয়্যার টি প্রথমে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ইন্সটল করে নিন। কিভাবে ইন্টারনেট থেকে বিজয় সফটওয়্যার টি ডাউনলোড করবেন ।

বিজয় কিবোর্ড বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf 


কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব অফিসেই কম্পিউটারে টাইপ করার ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।


bangla keyboard



কি কি সফটওয়্যার দিয়ে বাংলা লেখা যায় ।


কম্পিউটার কিংবা ল্যাপটপ এ বাংলা লেখার জন্য দুইটা জনপ্রিয় সফটওয়্যার রয়েছে । যার সাহায্যে খুব সহজেই,বাংলা লিখতে পারেন, কম্পিউটার কিংবা ল্যাপটপে। বিজয় এবং অভ্র । অভ্র কিবোর্ড এর সাহায্যে, ল্যাপটপ বা কম্পিউটারে বাংলা লিখতে পারেন । সহজেই তবে কিছু ত্রুটি থাকে। যার কারণে খুব দ্রুত বাংলা লেখা সম্ভব হয় না । সেক্ষেত্রে আমরা বেছে নিতে পারি । বিজয়, বিজয় এর যে কোন একটা ভার্সন দিয়ে । খুব সহজেই বাংলা লিখতে পারেন । কম্পিউটার কিংবা ল্যাপটপে ।


বিজয় ক্লাসিক এবং ইউনিকোড ।


বিজয় দিয়ে দুইটি ভার্সনে বাংলা লিখতে পারেন। একটা হলে ক্লাসিক, আরেকটা হল, ইউনিকোড, ক্লাসিক এর সাহায্যে যেকোনো জায়গায় ফন্ট সিলেক্ট করে, বাংলা লিখতে পারেন।  ইউনিকোডের সাহায্যে,যেকোনো জায়গায়, ফন্ট সিলেক্ট না করেই । বাংলা লিখতে পারেন। বিজয় সফটওয়্যার ভিতরে উভয় সুবিধা রয়েছে । 

এন্ড্রয়েড ফোনের বাংলা কম্পিউটার সাপোর্ট করবে কিনা।


আপনি যদি, ইউনিকোড ব্যবহার করেন । তাহলে কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা ম্যাকিনটোশ। উভয়ই বাংলা সাপোর্ট করে । যেকোন জায়গা থেকে ইউনিকোড এর সাহায্যে । বাংলা লিখতে পারেন এবং সাপোর্ট করাতে পারেন ।খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারের সাথে বাংলাকে ইউনিকোডের মাধ্যমে কানেক্ট করতে পারেন। এন্ড্রয়েড ফোন কিংবা কম্পিউটার উভয় ইউনিকোড সাপোর্ট করে এবং ইউনিকোডের বেস্ট জনপ্রিয় হয়েছে যার মাধ্যমে স্টাইল পরিবর্তন করা যায় সহজেই। 


বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?


অধিকাংশ লোক অনলাইনে বিজয় কিবোর্ড এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। 


বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?


আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে। 


বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?


সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড এর Layout দেখুন।  


কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবো


বিজয় কীবোর্ড ইন্সটল দেয়ার পর এটিকে ব্যবহারের জন্য সেট করা প্রয়োজন। আর তাই সেট করার জন্য কীবোর্ডে প্রেস করুন Ctrl+Alt+B, এখন আপনার কীবোর্ডটি বাংলা লেখার জন্য সেট হয়ে গেছে। এবার আপনাকে ফন্ট সেট করে নিতে হবে। তবে বিজয় এর ফন্ট ইন্সটল না থাকলে দেখে নিতে পারেন কিভাবে SutonnyMJ font install করে ।


কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবো
টাইপ করার জন্য কিবোর্ডে কিভাবে হাত রাখবেন।


উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)



বিজয় বাংলা কীবোর্ড শর্টকাট



কম্পিউটারে বাংলা লিখতে হলে।


প্রথমে বিজয় সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন । বিজয় একটা পেইড সফটওয়্যার । বিজয় সফটওয়্যার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে । বিজয় একটি ভার্সন পার্সেস করে । ডাউনলোড করে নিতে পারেন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে । যেখান থেকে আপনি সহজে কিনে নিতে পারেন।


কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ।


সফটওয়ারটি ইন্সটল হওয়ার পর । আপনি কিসের মাধ্যমে কম্পিউটারে বাংলা টাইপ করতে চান । যদি microsoft-office হয় । তাহলে মাইক্রোসফট অফিস ওপেন করুন । তারপর ফন্ট সিলেক্ট করে নিন ( SutonnyJM ) এবার আপনার কিবোর্ডে বাংলা করুন । ক্লাসিক সিলেক্ট করুন অথবা শর্টকাট ব্যবহার করুন ( Ctri + Alt + b ) এবার বাংলা টাইপ করুন । বাংলা কীবোর্ড দেখে বাটন গুলোতে ক্লিক করুন। 

 
বিজয় কীবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
অ = Shift+Fআ = G+Fই = G+Dঈ = G+(Shift+D)উ = G+S
ঊ = G+(Shift+S)ঋ = G+Aএ = G+Cঐ = G+(Shift+C)ও = X
ঔ = G+(Shift+X)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
ক = Jখ = Shift+Jগ = Oঘ = Shift+Oঙ = Q
চ = Yছ = Shift+Yজ = Uঝ = Shift+Uঞ = Shift+I
ট = Tঠ = Shift+Tড = Eঢ = Shift+Eণ = Shift+B
ত = Kথ = Shift+Kদ = Lধ = Shift+Lন = B
প = Rফ = Shift+Rব = Hভ = Shift+Hম = M
য = Wর = Vল = Shift+Vশ = Shift+Mষ = Shift+N
স = Nহ = Iড় = Pঢ় = Shift+Pয় = Shift+W
ৎ = Shift+/ং = Shift+Qঃ = /ঁ = Shift+7

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম
া = Fি = Dী = Shift+Dুূ = Shift+Sৃ = A
ে = Cৈ = Shift+Cৗ= Shift+Xরেফ = Shift+A্ = G (হসন্ত)
্য = Shift+Z্র = Z (র-ফলা)। = Shift+G (দাড়ি)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
দ্ম (দ+ম)= L+G+Mট্ট (ট+ট) = T+Tন্ঠ = (Shift+B)+G+(Shift+T)
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N)ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+Mক্ত (ক+ত) = J+G+k
হ্ম (হ+ম) = I+G+Mজ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I)ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U
ত্র (ত+র-ফলা)= k+Zহৃ (হ+ ঋ) = I+শু (শ+ু) = (Shift+M)+S
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Yব্ব (ব+ব) = H+G+Hত্ত (ত+ত) = K+G+K
ক্র (ক+র-ফলা) = J+Zদ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)ক্স (ক+স) = J+G+N
ক্ম (ক+ম) = J+G+Mদ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)ঙ্গ (ঙ+গ) = Q+G+O
গ্ম (গ+ম) = O+G+Mঙ্ক (ঙ+ক) = Q+G+Jঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J)
ত্থ (ত+থ) = K+G+(Shift+K)ত্ম (ত+ম) = K+G+Mত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H
ত্র (ত+র-ফলা)= k+Zহৃ (হ+ ঋ) = I+শু (শ+ু) = (Shift+M)+S
ক্র (ক+র-ফলা) = J+Zদ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ক্স (ক+স) = J+G+Nক্ম (ক+ম) = J+G+Mঙ্গ (ঙ+গ) = Q+G+O
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L)গ্ম (গ+ম) = O+G+Mঙ্ক (ঙ+ক) = Q+G+J
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J)ন্থ (ন+থ) = B+G+(Shift+K)ন্ম (ন+ম) = B+G+M
ন্ধ (ন+ধ) = B+(Shift+L)ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)ম্ন (ম+ন) = M+G+B
শ্ম (শ+ম) = (Shift+M)+G+Mষ্ক (ষ+ক) = (Shift+N)+G+Jষ্প (ষ+প) = (Shift+N)+G+R
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+Mস্থ (স+থ) = N+G+(Shift+K)
স্ক্র = N+G+J+Zহ্ন (হ+ন) = I+G+Bস্ফ (স+ফ) = N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড এর সম্ভাব্য সকল যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টরক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বরক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয়
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তারক + র (J+G+V) = ক্র -> চক্র
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্তক + স (J+G+N) = ক্স -> বাক্স
খ + র (Shift+J+G+V)= খ্রখ + য (Shift+J+G+W) = খ্য
খ + র (Shift+J+G+V)= খ্রগ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণগ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্যগ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্নঘ + য (Shift+O+G+W)= ঘ্য
ঘ + র (Shift+O+G+V)= ঘ্রঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ
ঙ + ক = (Q+G+J) = ঙ্কঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্যঙ + গ (Q+G+O) = ঙ্গ
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্যঙ + ম ( Q+G+M) = ঙ্ম
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্যচ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র
চ + ব (Y+G+H)= চ্বচ + চ (Y+G+Y) = চ্চ
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছচ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞানজ + ব (U+G+H) = জ্ব ->জ্বর
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বলজ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্যঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মলট + ব (T+G+H) = ট্ব -> খট্বা
ড + ব (E+G+H)= ড্বড + য (E+G+W)= ড্য
ড + র (E+G+V)= ড্রঢ + য (E+G+W) = ঢ্য
ঢ + য (Shift+E+G+W)= ঢ্যঢ + র (Shift+E+G+W) = ঢ্র
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠণ + য় (B+G+W) = ণ্য
ণ + ণ (B+G+B) = ণ্ণণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র
ত + ন (K+G+B) = ত্নত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যনত + ব (K+G+H)= ত্ব
ত + থ (K+G+Shift+K) = ত্থথ + ব (Shift+K+G+H) = থ্ব
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্যথ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি
দ + ব (L+G+H) = দ্বদ (Shift+S) = দূ -> দূত
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্বদ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুতদ + ম (L+G+M) = দ্ম
ধ + ন (Shift+L+G+B) = ধ্নধ + য (Shift+L+G+W) = ধ্য
ধ + র (Shift+L+G+V) = ধ্রন + ট (B+G+T) = ন্ট
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্যন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র
ন + ড (B+G+E)= ন্ডন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্রন + থ (B+G+I) = ন্থ
ন + দ ( B+G+L) = ন্দন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্যপ + ট (R+G+T) = প্ট
প + র (R+G+V) = প্রপ + য (R+G+W ) = প্য
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্লফ + ব (Shift+R+G+H) = ফ্ব
ফ + র (Shift+R+G+V) = ফ্রব + ধ (H+G+Shift+L) = ব্ধ
ব + দ (H+G+L)= ব্দব + ধ (H+G+Shift+L)= ব্ধ
ব + ব (H+G+H) = ব্বব + ল (H+G+Shift+V) = ব্ল
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমনভ + ব (Shift+H+G+H) = ভ্ব
ম + প + র (M+G+R+G+V) = ম্প্রম + ভ (M+G+Shift+H) = ম্ভ
ম + ল (M+G+Shift+V) = ম্লয + র (W+G+V) = য্র
র + ক (V+G+J) = র্কর + ত + র (V+G+K+G+R) = র্ত্র
র + ম (V+G+M) = র্মর + জ + য (V+G+U+G+W) = র্জ্য
র + ত + র (V+G+K+G+V) = র্ত্রর + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্বল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল
ল + ব (Shift+V+G+H) = ল্বল + য (Shift+V+G+W) = ল্য
শ + ন (Shift+M+G+B) = শ্নশ + র (Shift+M+G+V) = শ্র
শ + ম (Shift+M+G+M) = শ্মষ + ট(Shift+N+G+T) = ষ্ট
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ
স + ট + র (N+G+T+G+V) = স্ট্রস + ত + র (N+G+K+G+V) = স্ত্র
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্বস + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্যস + ব (N+G+H) = স্ব
হ + ম (I+G+M) = হ্মহ + ন (I+G+B) = হ্ন
হ+ র (I+Z) = হ্র


বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download


এই পিডিএফ ফাইল টি ডাউনলোড করে,প্রিন্ট করে নিতে পারেন । অথবা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন । যখনই যুক্তবর্ণ অক্ষর টাইপ করতে ভুলে যাবেন । তখন আপনি এটা ব্যবহার করতে পারেন । অথবা টাইপ করতে গিয়ে কোনো এক সময় যুক্তবর্ণ অক্ষর খুঁজে পাচ্ছেন না । সেক্ষেত্রে এক ঝলক দেখে। খুঁজে বার করতে পারেন। কোথায় যুক্তবর্ণ অক্ষর রয়েছে এবং কিভাবে কিবোর্ড এ ক্লিক করে, যুক্তবর্ণ অক্ষর টাইপ করা যায় । ( PDF Download Link)

বিজয় বাংলা কীবোর্ড বিজয় বাংলা কীবোর্ড ডাউনলোড বাংলা বিজয় কীবোর্ড যুক্তবর্ণ বিজয় কীবোর্ড বাংলা টাইপ বিজয় কীবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম বিজয় বাংলা বিজয় কিবোর্ড ই লেখার নিয়ম বিজয় কিবোর্ড ঈ লেখার নিয়ম বিজয় বাংলা কিবোর্ড ঈ লেখার নিয়ম বিজয় বাংলা যুক্তবর্ণ ঋ লেখার নিয়ম ঋ বিজয় কিবোর্ড বিজয় কিবোর্ড ঋ লেখার নিয়ম ঋ কিভাবে লেখে বিজয় বাংলা কিবোর্ড এর ছবি কিভাবে বিজয় কিবোর্ড এ বাংলা লিখবো বিজয় কী-বোর্ড পরিচিতি ও ব্যবহার বিজয় কী বিজয় বাংলা টাইপিং বিজয় চিহ্ন বাংলা বিজয় কিবোর্ড বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম বিজয় ফন্ট সমস্যা বিজয় বায়ান্ন বাংলা কিবোর্ড বিজয় ৫২ কিবোর্ড বিজয় বাংলা কিবোর্ড যুক্তবর্ণ যুক্তাক্ষর বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম বিজয় বাংলা কিবোর্ড লেআউট বিজয় বাংলা কিবোর্ড লেআউট pdf কিভাবে বিজয় কিবোর্ডে বাংলা লিখবো বিজয় 52 কীবোর্ড বিজয় ৫২ বিজয় ৫২ বাংলা কিবোর্ড বাংলা কীবোর্ড সফটওয়্যার বিজয় 71 

bangla keyboard
bijoy bangla keyboard for android
online bangla keyboard
bangla keyboard download
bijoy bangla keyboard
bangla keyboard software
english to bangla keyboard
bangla keyboard apps
bangla keyboard for pc
bangla keyboard pc

If you have any doubts please let me know

Previous Post Next Post