দরখাস্ত লেখার নিয়ম।।Bangla application

দরখাস্ত লেখার নিয়ম।।Bangla application
দরখাস্ত লেখার নিয়ম।।Bangla application
বাংলা দরখাস্ত লেখার নিয়ম || Bangla application

অসুস্থতার জন্য, বিয়েতে বা বিভিন্ন দাওয়াতে, মায়ের অসুস্থতা ইত্যাদি কারণে অফিসে ছুটির দরখাস্ত লিখতে হয়।ছাত্র ছাত্রীরাও এসব কারণে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ছুটি নিতে হয়। তাই দুই রকমরই দরখাস্ত দেওয়া হলো।


ছুটির আবেদন পত্র নমুনা

বিভিন্ন কারণে আমাদের ছুটির আবেদন পত্রের নমুনা নিছে দেওয়া হলো। আপনি আপনার মতো করে নিজের জন্য লিখে নিবেন।


অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত

তারিখঃ ১৪/০৬/২০২৩ইং
বরাবর,
প্রধান শিক্ষক
গৌরিচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়
জয়াগ, গৌরিচন্না বারগুনা
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ১৪/০৫/২০২৩ ইং থেকে ১৪/০৬/২০২৩ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ১ মাসের  ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ০২


অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন


এখানে একসাথে সব কিছু লিখা সম্ভব নয়। তাই আমারা ব্যাংক কর্মকর্তাদের দরখাস্ত লেখার নিয়মটি দেখাচ্ছি। তবে, সবগুলোর নিয়ম একই।বিভিন্ন অফিসে বিভিন্ন উপায়ে ছুটির দরখাস্ত লিখতে হয়। কারো জন্য ব্যবস্থাপনা পরিচালকের বরাবর দরখাস্ত লিখতে। আবার কারো ব্যবস্থাপকের নিকট লিখতে হয়।

ব্যাংকে ছুটি চেয়ে আবেদন

তারিখঃ ১৪/০৬/২৩ ইং
বরাবর,
ব্যবস্থাপক
ইসলামী ব্যাংক লিমিটেড, বারগুনা শাখা

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড, বারগুনা শাখা একজন সিনিয়র অফিসার। আমি গত ১০/০৬/২০২৩ ইং থেকে ১৪/০৬/২৩ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৪ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
সিনিয়র অফিসার
ইসলামী ব্যাংক লিমিটেড
বারগুনা শাখা
Advertisements




পারিবারিক সমস্যার কারণে অফিসে ছুটির আবেদন


তারিখঃ ৩১/১০/১৯ ইং
বরাবর,
………….., (যার অধিনস্থ আছেন, তার পদবি)
…………….. (প্রথিষ্ঠানের নাম)
…………… (ঠিকানা)


বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।


জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (আপনার পদবি)। আমি গত ২৬/০৫/২৩ ইং থেকে ১৪/০৬/২০২৩ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ২০ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
……….. (আপনার নাম)
………… (আপনার পদবি)
…………… (প্রতিষ্ঠানের নাম)


চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম (নমুনা কপি সহ)


দরখাস্ত লেখার নিয়ম,বাংলা দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার নিয়ম বাংলা,চিঠি লেখার নিয়ম,আবেদন পত্র লেখার নিয়ম,চাকরির দরখাস্ত লেখার নিয়ম,ছুটির দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার নিয়ম,চাকরির আবেদন পত্র লেখার নিয়ম,বাংলা চিঠি লেখার নিয়ম,দরখাস্ত লেখার নিয়ম কি,দরখাস্ত লেখার নিয়ম ২০২১,যে কোন দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার সঠিক নিয়ম,সকল চাকরির দরখাস্ত লেখার নিয়ম,আবেদন পত্র লেখার নিয়ম বাংলা,পঞ্চায়েত প্রধানকে দরখাস্ত লেখার নিয়ম

রখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম ছবি
বাংলা দরখাস্ত লেখার নিয়ম
চাকরির দরখাস্ত লেখার নিয়ম
কলেজের দরখাস্ত লেখার নিয়ম
চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম
অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
ছুটির দরখাস্ত লেখার নিয়ম
প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম
ছুটির দরখাস্ত লেখার নিয়ম

If you have any doubts please let me know

Previous Post Next Post