বিকাশ থেকে লোন নেওয়ার উপায়

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় / বিকাশ থকে লোন নেয়ার নিয়ম ২০২৩ Bkash Loan From City Bank
বিকাশ লোন,বিকাশ থেকে লোন নেওয়ার উপায়,বিকাশ লোন নেওয়ার উপায়,বিকাশ থেকে লোন দিচ্ছে না কেন,নগদ থেকে লোন নেওয়ার উপায় 2023,বিকাশ থেকে লোন,বিকাশ থেকে কিভাবে লোন নিব,নগদ থেকে টাকা লোন নেওয়ার উপায় 2023,নগদে লোন নেওয়ার উপায়,কারা বিকাশ অ্যাপ থেকে লোন পাবে,বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নিতে হয়,টাকা লোন নেওয়ার উপায়,বিকাশ থেকে ২০০০০ হাজার টাকা পর্যন্ত লোন নিন,নগদ থেকে লোন নেওয়ার উপায় 2022,নগদ অ্যাপ থেকে লোন নেওয়ার উপায় 2023,বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৩


বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৩

বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৩ বিকাশ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। বিকাশ গ্রাহকরা বিকাশ ব্যবহার করে সেইন্ড মানি ও ক্যাশ আউট এর মাধ্যমে টাকা লেনদেন করে, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল পরিশোধ, অনলাইন পেমেন্ট, বিভিন্ন আর্থিক ফাউন্ডেশনে ডোনেশন সহ আরো অনেক আর্থিক লেনদেনের কাজে ব্যবহার হচ্ছে। বিকাশ ও সিটি ব্যাংক একত্রে ডিজিটাল লোন সুবিধা চালু করেছে এর মাধ্যমে বিকাশ গ্রাহক সহজেই লোন নিতে পারবেন। আজকের এই আর্টিকেলে কিভাবে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করে লোন নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।




ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা।


বিকাশ থেকে লোন নেওয়ার উপায়


এই সিটি ব্যাংক বিকাশ লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন এর জন্য আবেদন করতে পারবে। লোন এর জন্য আবেদন করলে গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা সহজেই এজেন্ট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।


বিকাশ থকে লোন নেয়ার নিয়ম ২০২৩ Bkash Loan From City Bank





কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন?


আবেদন করার সাথে সাথেই লোন পাবেন কত মাস মেয়াদি 


৩ মাস মেয়াদী লোন


কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না

কোনো কাগজ-পত্র লাগবে না

একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা

লোনের উপর ব্যাংক প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট)


বিকাশ লোন সুবিধার বিস্তারিত


এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন। গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন অ্যামাউন্টের উপর বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।




বিকাশ লোন পরিশোধের নিয়মাবলি

লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন  
গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন।
নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে।
বিলম্ব ফি'র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%। 


কারা এই বিকাশ লোন সুবিধা পাবেন 


ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী, সিটি ব্যাংক নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের এই লোন সুবিধা প্রদান করবে। আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কি না, তা জানতে বিকাশ অ্যাপের লোন অপশনে যান। ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, লোন লিমিট, লোন পরিশোধের নিয়মাবলি, লোন পাওয়ার যোগ্যতা, এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত। 

বিকাশ লোন,বিকাশ থেকে লোন নেওয়ার উপায়,বিকাশ লোন নেওয়ার উপায়,বিকাশ থেকে লোন দিচ্ছে না কেন,নগদ থেকে লোন নেওয়ার উপায় 2023,বিকাশ থেকে লোন,বিকাশ থেকে কিভাবে লোন নিব,নগদ থেকে টাকা লোন নেওয়ার উপায় 2023,নগদে লোন নেওয়ার উপায়,কারা বিকাশ অ্যাপ থেকে লোন পাবে,বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নিতে হয়,টাকা লোন নেওয়ার উপায়,বিকাশ থেকে ২০০০০ হাজার টাকা পর্যন্ত লোন নিন,নগদ থেকে লোন নেওয়ার উপায় 2022,নগদ অ্যাপ থেকে লোন নেওয়ার উপায় 2023,বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৩

If you have any doubts please let me know

Previous Post Next Post