দরখাস্ত লেখার নিয়ম ছবি

দরখাস্ত লেখার নিয়ম ছবি সঠিক পদ্ধতিতে দরখাস্ত লেখার নিয়ম (ছবি ও pdf সহ নমুনা)
থানায় অভিযোগ পত্রচাকরির আবেদন ফরমঅফিসে ছুটির আবেদনছুটির জন্য আবেদনব্যাংকেঅসুস্থতার জন্যব্যাংকপত্র নমুনাচিঠিবরাবর আবেদন সঠিক পদ্ধতিতে দরখাস্ত লেখার নিয়ম (ছবি ও pdf সহ নমুনা) দরখাস্ত লেখার নিয়ম ২০২৩ ‍‍‍'– দেখে নিন কিভাবে সঠিক ভাবে আবেদন পত্র লেখার  নিয়ম। দরখাস্ত লেখার নিয়ম ( PDF Download) | ছুটির দরখাস্ত লেখার নিয়ম |  অফিসে/স্কুলে,কলেজ ও মাদ্রাসায় ছুটির দরখাস্ত লেখার নিয়ম অফিসে/স্কুলে,কলেজ ও মাদ্রাসায় ছুটির দরখাস্ত লেখার নিয়ম স্কুল বা কলেজে দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ২০২৩ noor24


দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম


আবেদন পত্র বা দরখাস্ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও প্রয়োজনীয় একটি বিষয়। অনেকেই ছুটির দরখাস্ত চাকরির দরখাস্ত লিখতে পারেন না। তাদের জন্যই আজকে বাংলা দরখাস্ত লেখার নিয়ম কানুনগুলো নিয়ে হাজির হলাম।


সকল প্রকার দরখাস্ত লেখার নিয়ম


বিভিন্ন কাজে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। আর এজন্য আমাদেরকে ছুটির আবেদন পত্র লিখতে হয়।

আবার কোনো জায়গায় চাকরি করতে গেলেও আবেদন করতে হয়। তাই ছুটির ও চাকরির দতখাস্ত লেখার নিয়মগুলো জেনে রাখা ভালো।

বেশিরভাগ মানুষই আবেদন পত্র লিখতে পারেন। তবে প্রযুক্তির কারণে আমাদের দরখাস্তের ব্যবহার অনেক কমে গেছে।  তবুও সরকারি এবং বেসরকারি অনেক ক্ষেত্রে আমরা দরখাস্ত লিখে থাকি।  আর এ ধরনের দরখাস্ত লেখার জন্য  আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। আমরা যদি সঠিক নিয়ম শৃঙ্খলা দরখাস্ত লিখি তাহলে আমাদের আবেদনপত্র মঞ্জুর হয়। তাই আমাদের সঠিক ভাবে দরখাস্ত লেখার নিয়মাবলী শেখা উচিত।
হাতে গোনা কয়েকজন হয়তো লিখার মাঝে অল্পস্বল্প ভুল করেন। তাদের জন্যই আজকের এই পোস্ট।


দরখাস্ত লেখার নিয়ম ছবি / দরখাস্ত লেখার নিয়ম


১. পৃষ্টার উপরের বাম পাশে সর্বপ্রথম তারিখ লিখতে হবে। (যেমন, তারিখঃ-২২-০৬-২০২২)

২. তারিখের বরাবর নিচে প্রাপকের নাম/পদবী লিখতে হবে। (অর্থাৎ যার কাছে দরখাস্তটি লিখছেন তার নাম/পদবী)

৩. তারপর লিখতে হবে প্রাপকের বা উক্ত প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা।

৪. এরপর সংক্ষেপে দরখাস্তের মূল বিষয়বস্তুু।

৫. এরপর বর্ননা করতে হবে সুস্পষ্টভাবে দরখাস্তের কারণ সহ ব্যাখ্যা। এখানে আপনি মূল বিষয়বস্তুু উল্লেখ করবেন।

৬. পুরো বর্ননা শেষে নিচে “বিনীত নিবেদক” কথাটি লিখে আপনার নাম ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে।

৭. এরপর একটি খামে করে দরখাস্তটি প্রাপকের কাছে জমা দিতে হবে।
বাংলা দরখাস্ত লেখার নিয়ম


দরখাস্ত সবসময় এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে।


দরখাস্ত লেখার পৃষ্টায় কোন মার্জিন দেওয়া যাবে না। (এতে দরখাস্তের সৌন্দর্য নষ্ট হয়).

দরখাস্তে যেন কোন কাঁটাছেড়া লেখা না থাকে।

বানানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। যেন বানান ভুল না হয়।

দরখাস্তে অতিরিক্ত অহেতুক কথা লিখবেন না। সংক্ষেপে মূল সমস্যা তুলে ধরার চেষ্টা করবেন।

স্পষ্ট করে গোটা গোটা অক্ষরে লিখবেন। যেন যে কেউ সেটা সহজেই পড়তে পারে। কারণ, হিজিবিজি লেখাকে অন্যরা কম প্রাধান্য দেয়।

দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার নিয়ম বাংলা,চাকরির দরখাস্ত লেখার নিয়ম,চিঠি লেখার নিয়ম,আবেদন পত্র লেখার নিয়ম,বাংলা দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার নিয়ম,ছুটির দরখাস্ত লেখার নিয়ম,সকল চাকরির দরখাস্ত লেখার নিয়ম,চাকরির আবেদন পত্র লেখার নিয়ম,আবেদন পত্র লেখার নিয়ম বাংলা,দরখাস্ত,দরখাস্ত লেখার নিয়ম কি,দরখাস্ত লেখার নিয়ম ২০২১,দরখাস্ত লেখার নিয়ম ২০২২,যে কোন দরখাস্ত লেখার নিয়ম,দরখাস্ত লেখার সঠিক নিয়ম বাংলা,দরখাস্ত লেখার সঠিক নিয়ম




সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন

তারিখঃ ০১/০১/২০২১ ইং
বরাবর
সভাপতি
আদর্শ উচ্চ বিশ্ববিদ্যালয়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০০

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২৩ খ্রিঃ তারিখে দৈনিক “ঢাকা এর ডাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।

১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্ম:
৯। শিক্ষাগত যোগ্যতা :

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড

এসএসসি ঢাকা ২০১০ জিপিএ-৫
এইচএসসি  ঢাকা ২০১২ জিপিএ-৫
বিএসসি    ঢাকা ০০০০ প্রথম শ্রেণী
এমএসসি ঢাকা ০০০০ প্রথম শ্রেণী
 

noor2

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
সজিব হোসেন
মোবাইলঃ  ০১৮১০-০০০০০০

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।



অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত


তারিখঃ ১০/১০/২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক

গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ২৮/০৪/২৩ ইং থেকে ০২/০৫/২৩ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক

নামঃ মোঃ এনামুল হক
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ০২


দরখাস্ত লেখার নিয়মাবলী এবং আবেদন পত্র লেখার নিয়ম- ২০২৩
দরখাস্ত লেখার নিয়মাবলী
দরখাস্ত লেখার নমুনা
ছুটির দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা
অগ্রিম ছুটির দরখাস্ত
অসুস্থতার জন্য ছুটির আবেদন
ছাড়পত্রের জন্য আবেদন
জরিমানা মওকুফের জন্য আবেদন
অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম ছুটি)
অফিসিয়াল ছুটির আবেদন (অনুপস্থিত থাকার জন্য)
সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
ইংরেজিতে চাকরির দরখাস্ত লেখার নিয়মাবলী
ইংরেজিতে ব্যাংকে দরখাস্ত লেখার নিয়ম



চেয়ারম্যানের কাছে আবেদন পত্র লেখার নিয়ম / চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম

তারিখ……..

বরাবর

( স্থানে যাবে সেই ব্যক্তির নাম)

যে স্থানে বসেন সে স্থানের নাম( চেয়ারম্যান এর কার্যকালয় স্থানের নাম)

ঠিকানা 

বিষয় : ( আপনি যে বিষয়টি নিয়ে জানাতে চান সেই বিষয়খ)

সার,

বর্তমান সময়ে (পরিবেশ দূষণের / বিষয়) শিকার “x” জেলার “y” গ্রামের বাসিন্দারা আমরা ।(পরিবেশ দূষণ/ বিষয়) সম্পর্কে আমরা অভিজ্ঞ এবং অভূতপূর্ব । যার কারণ হচ্ছে দুঃখ এবং কষ্ট আমাদের  । যথাসময়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুন।


অতএব বিনীত নিবেদন, এই যে আমরা আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই এই বিষ প্রক্রিয়া  ধ্বংস করুন। তাহলে আমরা এই গ্রামে বসবাস করতে পারি।

বিনীত -

(বায়রা) এলাকাবাসী পক্ষে,

মোঃ নাম।

আপনার যদি ব্যক্তি গত হয় তাহলে লিখবে

বিনীত-

বাড়ী নাম্বারঃ00

রোড নাম্বারঃ00

ওয়ার্ড         : 00

গ্রাম           : …..

মোঃ   নাজমুল হোসেন 

অথবা আপনারা নিচে দেওয়া চেয়ারম্যান বরাবর দরখাস্ত টি, ফলো করতে পারেন তাহলে বুঝতে পারবে না আরো ভালো করে। যেকোনো মানুষের কাছে  দরখাস্ত আপনারা দিতে পারবে  এই পোস্টে যে দুটি দরখাস্ত দেয়া হয়েছে এটি অনুসরণ করেন দেখুন ভালো করে। দরখাস্তnoor24

চেয়ারম্যান বরাবর অভিযোগ পত্র
এমপির কাছে দরখাস্ত লেখার নিয়ম
জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর দরখাস্ত
কমিশনারের কাছে দরখাস্ত লেখার নিয়ম
মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম
জমির দরখাস্ত লেখার নিয়ম

If you have any doubts please let me know

Previous Post Next Post