ফরজ গোসলের নিয়ম

ফরজ গোসলের নিয়ম। ফরজ গোসলের নিয়ম ও দোয়া
ফরজ গোসলের নিয়ম ফরজ গোসলের নিয়ম ও দোয়া


৩টি কাজ করার মাধ্যমে ফরজ গোসল করতে হয়। আবার ৪ কাজ থেকে অব্যহতির পর গোসল ফরজ হয়। কিন্তু গোসল কী? গোসল ফরজ হওয়ার কারণগুলো কী? আর ফরজ গোসলে করণীয় ও সর্বোত্তম নিয়মই বা কী?

উল্লেখিত অপবিত্রতা থেকে পবিত্র হতে ৩টি কাজ করা ফরজ। যথাযথভাবে এ ৩ কাজ আদায় না করলে গোসলের ফরজ আদায় হবে না। 


ফরজ গোসলের নিয়ম

প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ৩ বার ধুতে হবে। ৩. এরপর ডানহাতে পানি নিয়ে বামহাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে


কাজ তিনটি হলো

১. কুলি করা । (বুখারি, ইবনে মাজাহ)
২. নাকে পানি দেওয়া। (বুখারি, ইবনে মাজাহ)
৩. সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। (আবু দাউদ)



কি কি কারনে ফরজ গোসল হয়


সুনির্দিষ্ট চার কারণের যে কোনে একটি সংঘটিত হলেই গোসল ফরজ হয়। তাহলো
-
১. জানাবাত থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। এটি নারী-পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে। আল্লাহ তাআলা নির্দেশ দেন-
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ

‘আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা : মায়েদা, আয়াত : ৬)

২. মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।

৩. সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ।

৪. আর জীবতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।



ফরজ গোসলের দোয়া / ফরজ গোসল এর নিয়ত


বাংলা উচ্চারণ- ‘নাওয়াইতুয়ান গোছলা লিরাফিল জানাবা-তি।’



ফরজ গোসল করার নিয়ম / নারীর ফরজ গোসলের নিয়ম


মূলত পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করার হয়। সেজন্য পবিত্র হওয়ার নিয়ত প্রথমে নিয়ত করতে হবে। স্ত্রী-সঙ্গম, স্বপ্নদোষ, ঋতুগ্রাব, প্রসব, প্রসাব ইত্যাদি কারণে নাপাকি এসে থাকলে প্রথমে নাপাকি দূর করার জন্য নিয়ত করতে হবে। এরপর লজ্জাস্থানে নাপাকি লেগে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর দুই হাত কব্জি পর্যন্ত ধুয়ে হবে। সাবান জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করলে ভালো তবে না হলেও সমস্যা নেই।


এরপর নামাজের অজুর মতো করে পূর্ণাঙ্গ ওজু করতে হবে। এরপর পানি দিয়ে প্রথমে মাথা ভিজিয়ে নিতে হবে। এরপর প্রথমে শরীরের ডান অংশ এবং পরে বাম অংশে পানি ঢালতে হবে। তারপর সারা শরীরে পানি ঢালতে হবে।

ফরজ গোসলের নিয়ম
ফরজ গোসলের নিয়ম ও দোয়া
নারীর ফরজ গোসলের নিয়ম
পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম
মাসিকের পর ফরজ গোসলের নিয়ম
রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়ম
ফরজ গোসলের নিয়ম ও নিয়ত
মেয়েদের ফরজ গোসলের নিয়ম
মহিলাদের ফরজ গোসলের নিয়ম
রোজা রেখে ফরজ গোসলের নিয়ম
রোজায় ফরজ গোসলের নিয়ম
মহিলাদের ফরজ গোসলের নিয়ম
ফরজ গোসলের নিয়ম হাদিস
ফরজ গোসলের নিয়ম কয়টি
ফরজ গোসলের নিয়ম ও নিয়ত
ফরজ গোসলের নিয়ম ও দোয়া

ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,ফরজ গোসলের নিয়ম ও নিয়ত,ফরজ গোসল,ফরজ গোসলের পদ্ধতি,ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসল করার সঠিক নিয়ম,ফরজ গোসলের নিয়ত,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসল করার নিয়ম,ফরজ গোসলের নিয়ম জানতে চাই,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম,ফরজ গোসলের নিয়ম সমূহ,ফরজ গোসলের দোয়া,গোসলের ফরজ,গোসলের নিয়ম,ফরজ গোসলের সঠিক নিয়ম,ফরজ গোসলের নিয়্যাত,ফরজ গোসলের নিয়ম পদ্ধতি,ফরজ গোসলের,ফরজ গোসল ও কাপড় ধোয়ার নিয়ম প্রাকটিক্যালি দেখুন

If you have any doubts please let me know

Previous Post Next Post