ঈদের নামাজ পড়ার নিয়ম eider namazer niyom

ঈদের নামাজ পড়ার নিয়ম eider namazer niyom
ঈদের নামাজ পড়ার নিয়ম eider namazer niyom

ঈদের নামাজের নিয়ম-কানুন ও জরুরি কিছু মাসয়ালা


মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয়। ঈদ বছরে ঘুরে আসায় অনেকেই ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির ভুলে যান। ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায় করার জন্য নিয়ম, নিয়ত ও তাকরিব তুলে ধরা হলো-



ঈদের নামাজের নিয়ত-নিয়ম


ঈদের চাঁদ দেখার পর থেকে অর্থাৎ ৩০ রমজান ইফতারের পর প্রথম কাজই হচ্ছে তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবির পড়া। এটিই ঈদের প্রথম কাজ। আল্লাহ তাআলা কোরআনে তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন এভাবে-

وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

'আর তোমাদের আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’( সুরা বাকারা : আয়াত ১৮৫)

তাকবির হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد



উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’



ঈদের নামাজের নিয়ত



 نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ



উচ্চারণ: 'নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি 'আল্লাহু আকবার'।


ঈদুল ফিতরের বাংলা নিয়াত


অর্থ : আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- 'আল্লাহু আকবার'।


ঈদের নামাজ পড়ার নিয়ম


প্রথম রাকাতে ঈমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা। তাকবিরে তাহরিমার পর ছানা পড়া (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা)।


ঈদুল ফিতরের কয় তাকবির


এরপর অতিরিক্ত ৩ তাকবির দেওয়া। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া। তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

দ্বিতীয় রাকাতে সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেওয়া। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া।



তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া। এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া। সেজদা আদায় করা। বৈঠকে বসা; তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।



 ঈদুল ফিতরের নামজের সালাম ফেরানোর পর তাকবির পড়া


 اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।


ঈদের নামাজ পড়ার নিয়ম
ছয় তাকবীরে ঈদের নামাজ পড়ার নিয়ম
মহিলাদের ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
রোজার ঈদের নামাজ পড়ার নিয়ম
ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
নারীদের ঈদের নামাজ পড়ার নিয়ম
ঈদের নামাজ পড়ার বিধান কি?
ঈদুল আযহার নামাজ কত রাকাত?
ঈদের নামাজ কিভাবে আদায় করা হয়
ঈদের নামাজ কয় রাকাত
ঈদের নামাজ কি ওয়াজিব
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদের নামাজ কি ফরজ
ঈদুল ফিতরের নামাজের তাকবীর
ঈদুল আজহার নামাজের নিয়ম
ঈদের নামাজ কয় তাকবীর
জানাজার নামাজের নিয়ম

ঈদের নামাজ পড়ার নিয়ম,ঈদের নামাজ,ঈদের নামাজের নিয়ম,ঈদের নামাজ কিভাবে পড়তে হয়,ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম,ঈদের নামাজের নিয়ত,মহিলাদের ঈদের নামাজ পড়ার নিয়ম,ঈদের নামাজ পড়ার নিয়ম,ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম,ঘরে ঈদের নামাজ পড়ার নিয়ম,ঈদের নামাজ ঘরে পড়ার নিয়ম,বাড়িতে ঈদের নামাজ পড়ার নিয়ম,ঈদুল ফিতরের নামাজের নিয়ম,ঈদের নামাজ পড়ার নিয়ম মিজানুর রহমান আজহারী,ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম,ঈদের নামাজ কয় তাকবীর,ঈদুল আযহার নামাজের নিয়ম

If you have any doubts please let me know

Previous Post Next Post