বিজয়ের মাস।দেশ ও ভাষা নিয়ে একখানা গান লিখলাম ভালো লাগলে Shear দিবেন কেমন,
বিজয়ের মাস গান।। আমার দেশটা স্বাধীন বাংলা মাটি আমার
লেখক হুমাউন কবির
আমার দেশটা স্বাধীন বাংলা মাটি আমার জংলা,
মায়ের ভাষায় বলছি কথা তাও আবার বাংলা।
দেশও ভাষা রক্তে কেনা বিশ্ব বাসী সবার জানা,
এমন দেশ আর নাই যে কোথাও আমার সোনার বাংলা,
আমার সোনার বাংলা।
বায়ান্নতে কিনছি ভাষা একাত্তরে দেশটা,
নারী পুরুষ সবাই মিলে করলো কতো চেষ্টা,
পেলাম আমি বাংলা ভাষা, পেলাম বাংলাদেশটা।
এযে আমার কঠিন পাওয়া মিটে গেলো সকল চাওয়া,
আমার দেশও ভাষা বাংলা,
আমার দেশও ভাষা বাংলা।
মানুষগুলো আউলা ঝাউলা, দেশও ভাষার প্রেমে গড়া,
তাই দেশও ভাষার এলে খরা জীবন দিয়ে লড়ে তারা,
তাইতো এখন ভাষা দিবস আন্তরজাতিক বাংলা ,
আন্তরজাতিক বাংলা।
দেশ ও ভাষার ভালোবাসায় অটুট ছিলো যারা,
হাসি মুখে জীবন দিয়ে করলো প্রমান তারা,
জগত জুড়ে বিখ্খাতো হলো বীর বাঙ্গালী তারা,
বীর বাঙ্গালী তারা।
আমি স্বাধীন বাংলার বাঙ্গালী ভাই বাংলাতে কথা বলি,
গাইছি মুখে বাংলারই গান বাংলা ভাষায় সুর করি,
বাংলা আমার মায়ের ভাষা অহংকারে বুক ভরি।
যাহা কিছু আছে আমার,
নাইযে ভবে অন্ন কাহার,
দেখতে যদি চাওগো তোমরা চলে এসো বাংলায়,
এমন রূপ আর নাই যে কোথাও আছে শুধু বাংলায়।
সেই রূপের মায়ায় পাহাড় সাগর রাখছে তারে জরাইয়া,
আমি মরিলেও মরিয়া থাকবো সেথা পরিয়া,
বাংলা মায়ের চরণ ধূলী রাখবো আমি ধরিয়া, রাখবো আমি ধরিয়া।
Lyrics: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে… বিপ্লব
স্বাধীন বাংলা বেতার… Biplab Ghosh/Shadin Bangla bethar
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র - বাংলা গানের কথা
জনপ্রিয় গানের লিরিক্স-Popular Song Lyrics
স্বাধীনতার গানঃ যেসকল গান চেতনা জাগায় এখনও
এর কিছু জ্বালাময়ী গানের লিরিক্স"...(বিজয় দিবসের বিশেষ পোস্ট)
বাংলাদেশী দেশাত্মবোধক গানের তালিকা
বাংলাদেশের ভাষা ও সাহিত্য
বিজয়ের গান-একটি বিজয় এক ইতিহাস
"বিজয়ের মাস ডিসেম্বর" দেশেরটানে- শুনুন দেশের গান। দেশ প্রেমিকরা "বিজয়ের মাস ডিসেম্বর" দেশেরটানে- শুনুন দেশের গান।
বিজয় দিবসের গানের লিরিক্স
জনপ্রিয় দেশাত্মবোধক গান
বিজয়ের গান
ছোটদের দেশের গান
দেশাত্মবোধক গান লিস্ট
দেশাত্মবোধক গান pdf
বিজয় দিবসের গান mp3 download
দেশের গান mp3 free download
স্বাধীন আমার দেশটা তবু স্বাধীনতা নাই
স্বাধীন আমার দেশটা তবু স্বাধীনতা নাই
খুঁজে ফিরি বাংলা জুড়ে কই গেলো হারাই
কইরে তোরা মুক্তিকামী আবার শপথ নে
মুক্ত স্বাধীন দেশটা আমার দে ফিরিয়ে দে
কত শহীদ জীবন দিলো দেশকে ভালোবেসে
সেই দেশের মায়ের আচল কাড়ে আজ নব্য হানাদার
কত ফুলের পাপড়ি ঝরে লাল হয়েছে মাটি
কত চোখের অশ্রু ঝরে ভিজলো শীতলপাটি
কত পাখির ডানা ভাঙ্গে মুক্ত আকাশে
সেই স্বাধীনতার সূর্যটা আজ কেঁড়ে নিলো কে....ঐ
আজকে সবার লড়াই চলে গদীর ক্ষমতায়
হয় না তো এক গড়তে স্বদেশ মাটির মমতায়
ভালোবাসার ফুল ঝরে যায় তাঁজা পাপড়ি নিয়ে
হয়নি স্বাধীন সব পরাধীন রক্ত জীবন দিয়ে।
স্বাধীন দেশে হানাহানি চাইনা কেউ আর
গুম অবিচার খুনাখুনির বন্ধ কর দ্বার
মুক্তি সুখের স্বাধীনতা দাও ফিরিয়ে দাও
দেশ দখলের হাত গুলো সব নাও গুটিয়ে নাও
দেশের বুকে আনতে আবার স্বাধীনতা
গর্জে উঠে প্রতিবাদী বীর হতে চাও কে.
বিজয়ের গান স্বাধীনতার গান
বিজয়ের মাস,দেশের গান,স্বাধীনতা দিবসের গান,দেশটা আমার রক্তে কেনা,বিজয় দিবসের গান,নতুন বিজয়ের গান,বিজয়ের গান ২০২১,বিজয়ের নতুন গান,আমার মুখের ভাষা আমার সে গান,এই দেশটা আমার মৌন সুতোয় বুনা,বিজয় দিবসের গান,রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান,অসাধারণ একটা দেশের গান এক নদী রক্ত পেরিয়ে,বিজয়ের গান,২৬শে মার্চের গান,স্বাধীনতা দিবস,বিজয়ের নিশান উঠছে ওই।। বিজয় দিবসের গান,বিজয়ের মাসে,দেশের ইসলামী গান,স্বাধীন বাংলাদেশ
Post a Comment
If you have any doubts please let me know