বিপিএল ২০২৩ - রংপুর রাইডার্স দলের সেরা স্কোয়াড | রংপুর রাইডার্স বিপিএল ২০২৩ |BPL 2023 Rangpur Riders
তিনি বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। এমনিতে আমরা যখন বিপিএলের সময় অনুশীলন করি, একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টা। চাইলেও এর বেশি অনুশীলন অনেকে করতে পারে না। এখানে নিজেদের মাঠ হওয়ায় সকাল থেকে শুরু করেছি, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যে যার মতো প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ
বিপিএল ২০২৩ - রংপুর রাইডার্স দলের সেরা স্কোয়াড।।rangpur riders players-2023
সোহান নেতৃত্বে এবার ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি। জাতীয় লিগে খুলনাকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। জাতীয় দলেও সোহান ৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবার অন্য চ্যালেঞ্চ তার সামনে। দেশ-বিদেশের বড় বড় তারকা খেলবে তার নেতৃত্বে। অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত এই তারকা। সোহান বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমার কাছে মনে হয়, দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। বছরের প্রথমদিন আমরা একসঙ্গে সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত। অবশ্যই ভালো কিছু আশা করছি।’
দল নিয়ে খুশি সোহান, ‘আমাদের দলটা বেশ তারুণ্যে ভরা ও ভারসাম্যপূর্ণ। সবাই যদি নিজেদের জায়গা থেকে ভালো কিছু করতে পারে, অবশ্যই ভালো কিছু আশা করব। আমার মনে হয় এটা ভালো একটা প্লাটফর্ম। যারা খেলছেন, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে।’
এবারের আসরের প্রথম দিন খেলা আছে রংপুর রাইডার্সের। সোহানের দল মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের।
রংপুররাইডার্স rangpur riders players-2023 রংপুর রাইডার্স Rangpur riders players 2023
সরাসরি চুক্তিতে :নুরুল হাসান সোহান, শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
ড্রাফট থেকে দেশি শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স স্কোয়াড 2023, বিপিএল 2023 রংপুর রাইডার্স ফাইনাল স্কোয়াড, রংপুর রাইডার্স 2023, বিপিএল 2023 রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স বিপিএল 2023, বিপিএল 2023 রংপুর রাইডার্স স্কোয়াড, বিপিএল রাইডার্স রাইডার্স 2023 রাইডার্স নিউ স্কোয়াড, রংপুর রাইডার্স স্কোয়াড, বিপিএল 2023 রংপুর টিম স্কোয়াড, বিপিএল 2023 রংপুর স্কোয়াড, রংপুর রাইডার্স স্কোয়াড বিপিএল 2023, রংপুর রাইডার্স 2023, রংপুর রাইডার্স ফাইনাল স্কোয়াড বিপিএল 2023
Post a Comment
If you have any doubts please let me know