বিশ্বের রেকর্ড ভাঙলো খোলাবাজারে ডলারের দাম।10 ই আগস্ট বুধবার 2022
The dollar price in the open market broke the world record
খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে গেছে বর্তমানে 118 টাকা থেকে 119 টাকা ডলারের দাম উঠানামা করছে বুধবার দুপুরে সর্বোচ্চ লেনদেন হয় না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যায় এর আগে গত সোমবার খোলাবাজারে ডলারের দাম উঠেছিল 115 টাকা 60 পয়সা
আজকে বাংলাদেশে ডলারের দাম কত
এতে করে কিছু অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে কিন্তু সাধু ব্যবসা লছ হচ্ছে। জানা গেছে খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন তীব্র সংকট রয়েছে ডলারে প্রবাসীর দেশে না আসর কারনে।বিদেশী পর্যটক কমে যাচ্ছে প্রতিদিন ,
বিশ্বের রেকর্ড ভাঙলো খোলাবাজারে ডলারের দাম।10 ই আগস্ট বুধবার 2022
খোঁজ নিয়ে জানা গেছে মতিঝিল এলাকায় যেগুলো ব্যাংকে মানি এক্সচেঞ্জ করা হয় তারা বলছে গ্রামের কাছে আমরা 119 ডলার থেকে 120 ডলার করে নেই।
1 ডলারে বাংলাদেশে কত টাকা
মতিঝিল বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মানি এক্সচেঞ্জ এর খবর নিয়ে জানা গেছে তারাও গ্রাহকের কাছ থেকে 114 টাকা বা 115 টাকা করে কিনে রাখেন কিন্তু তারা অন্য গ্রাহকের কাছে 120 থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি করেন
আজকের ডলারের রেট
ডলারের দাম নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানীতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ পুলিশ কর্মকর্তারা অভিযান চালাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক তার সাথে আছে পাশাপাশি অবৈধদের বিরুদ্ধে পরিচালনা ঘোষণা দিয়েছেন যদি কারো কাছে অবৈধ ডলার পাওয়া যায় তাদের আইনের আওতায় আনা হবে
Post a Comment
If you have any doubts please let me know