সালাতুত তাসবীহ নামাজ পড়ার নিয়ম।।

 আসসালামু আলাইকুম প্রিয় পাঠক গন।



  •  সালাতুত তাসবীহ নামাজের নিয়ম

ছোট বড় যাবতীয় গুনাহ মাফের জন্য সালাতুত তাসবীহ নামাজ পরতে হয়। চাই সেই গুনাহ ইচ্ছে কৃত বা ভুলে, গোপনে হোক বা প্রকাশ্যে।



হাদিস শরিফে আছে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  তার চাচা আব্বাস রাযি. কে চার রাকাত নামাজ শিখিয়েছিলেন।এবং বল্লেন এই

নামাজ সম্ভব হলে দিনে এক বার পরবে।
নাহলে সপ্তাহে একবার।
না হলে মাসে একবার।
না হলে বছরে একবার।
তা না হলে জীবনে একবার হলেও পরে নিবে।

দেখুল প্রিয় পাঠক গন নবী করীম সাঃ এই নামাজের জন্য কতটুকু গুরুত্ব দিয়েছে। আমরা সকলেই এই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা যেন তৌফিক দেন আমিন।
  • নামাজ আদায়ের নিয়ম হলো।
এই নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পরতে পারেন। তবে নবী করীম সাঃ এর সুন্নত হলো -
1. সূরা বনী ইসরাইল।
2. সুরা হাদীদ।
3. সুরা হাশর।
4. সূরা জুম'আ।
5. সূরা তাগাবুন।
6. সূরা ছফ্।
7. সূরা আ'লা
এই সূরা হলো সুন্নত এগুলো দিয়ে না পরলেও কোন অসুবিধা নেই নামাজ হয়ে জাবে।

এই নামাজ চার রাকাত পরতে হয়। অন্য অন্য নামাজের মতই শুধু মাএ কিছু অতিরিক্ত তাসবিহ পাঠ করতে হয়।
[  ] তাসবিহ টি হলো


সালাতুত তাসবিহ পড়ার নিয়মসুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাআতে (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ) অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর)

[  ] তাকবির বলে হাতবেদে সানা,সুরা ফাতিহা,অন্য সুরা মিলাবে,তার পর ১৫ বার এই তাসবিহ পাঠ করবেন।
[  ] রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ এর পর ১০ বার।
[  ] রুকু থেকে সোজা হয়ে দাড়িয়ে ১০ বার।
[  ] সিজদাহ্ এ গিয়ে সিজদাহ্ এর তাসবিহ এর পর ১০ বার।
[  ] দুই সিজদার মাজে ১০ বার।
[  ] দ্বিতীয় সিজদায়ে ১০ বার।
[  ] দুই সিজদাহ্ দিয়ে একটু বসে ১০ বার। তবে এই বসায় আত্তাহিয়াতু পরবে না। দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পরবে। এবাবে প্রতি রাকাতে ৭৫ বার তাসবিহ টি পরা পবে ৪ রাকাতে মোট ৩০০ বার হবে।
[  ] প্রতি রাকাত এই নিয়মে পরতে হবে।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক ভাবে নামাজ আদায় করার তৌফিক দেন আমিন 

সালাতুত তাসবীহ নামাজের নিয়ম  সাতুস তাসবিহ নামাজ সালাতুল হাজত নামাজের নিয়ম  তাসবিহ নামজের নিয়ম 

If you have any doubts please let me know

Post a Comment

If you have any doubts please let me know

Post a Comment (0)

Previous Post Next Post

add