মনের আশা পূরণ করার দোয়া।।

 মনের আশা পূরণ করার দোয়া, কোন সময় দোয়া করলে মনের আশা পুরন হয়


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রিয়  ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করে থাকি জানি মনের  নেক আশা পূরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকি।


 এখন আমরা আমাদের দোয়া কবুল হয় না কারণ হলো আমরা সঠিক সময় দোয়া করতে জানিনা সঠিক সময় দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া ফেরত দেন না।

কোন সূরা পড়লে মনের আশা পূরণ হয়

মনের আশা পুরনের তাসবিহ

মনের ইচ্ছা পূরণের উপায়

শুক্রবারে কোন আমল কালে মনের সকল আশা পূরণ

মনের বাসনা পুরনের আমল

ইসমে আজম কিভাবে পড়তে হবে

মনের আশা পূরণের অব্যর্থ আমল

ইসমে আজম দোয়া বাংলা অনুবাদ


দোয়া করতে হলে কিছু শর্ত সাপেক্ষ আছে আল্লাহর কাছে ঠিকভাবে চাইতে হয়  মন খুলে আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার ভিতরে  মনে কোন সন্দেহ রাখতে পারবেন না


পাবো না এভাবে মনের আশা রাখা দরকার না আমাদের সবসময় মনে থাকবে আল্লাহর কাছে চাইলে আমাদের আল্লাহ দেবেন এই আশা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে।


কোন দোয়া করার আগেই আপনারা এই ইসমে আজম এটাই পড়ে নেবেন এটা ফজিলত সম্পর্কে নিছে দেওয়া হল

[আবু দাউদ,নাসায়ী,আহমাদ,বুখারীর আল-আদাবুল মুফরাদ,ত্বাবারানী ও ইবনে মান্দাহ “আত-তাওহীদ” গ্রন্থে (৪৪/২, ৬৭/১, ৭০/১-২)]

হাদিসের বর্ণনায় ‘ইসমে আজম’
‘ইসমে আজম’ সম্পর্কে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিকনির্দেশনা পাওয়া যায়। তাহলো-
হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু তাঁর বাবা থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন-


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।’


অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।

সর্বশেষ কথা হল যখন আমাদের দোয়া শেষ হবে মোনাজাত দেবার আগে অবশ্যই দুরুদ পাঠ করব, যদি দুরুদ শরীফ পাঠ না করি আমাদের দোয়ায় আল্লাহর কাছে পৌছে না আসমানে  গিয়ে  ঝুলন্ত অবস্থায় থাকে।

‘ইসমে আজম

মনের আশা পূরণ,মনের আশা পুরনের দোয়া,মনের আশা পুরনের আমল,মনের আশা পূরণের আমল,মনের আশা পূরণ হবার দোয়া,মনের আশা পূরণ করার আমল,মনের আশা পূরণ হওয়ার দোয়া,মনের আশা পূরণ করার দোয়া,মনের আশা পুরনের হাদিস,মনের আশা পূরণ হওয়ার আমল,মনের নেক আশা পূরণ হবার দোয়া,মনের আশা পুরনের তদবীর,মনের আশা পুরন হওয়ার আমল,মনের আশা পূরণের দোয়া,মনের আশা পূরনের পরীক্ষিত আমল,মনের আশা পূরনের দোয়া,মনের আশা পূরণ হওয়ার দোয়া,মনের আশা পূরণের দোয়া,মনের আশা পূরনের সূরা

If you have any doubts please let me know

Previous Post Next Post