তুমি আল্লাহ তুমি মহান, তুমি যে বড়ই মেহেরবান,ইসলামী গান
তুমি গড়লে কতো যতন করে, সুন্দর এ জাহান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাচাও সকল প্রাণ।
ক্ষুধা পেলে অন্ন মেলে,তৃষ্না পেলে জল,
ফুলও ফলে ভরে দিলে সুন্দর এ জাহান।
সবই যে তোমার অনুদান, তোমার কুদরতেরি শান তোমার নামটি রহমান।
সুন্দর এই জাহান পরে সৃষ্টি করলে মানুষ, সকলের শ্রেষ্ঠ করে,
মুখে দিলে জবান তারে, গুনগানে রাখবে ভরে তোমার এই সুন্দর জাহান।
সেজবানে পড়লে কোরআন সুরে কাপে সারা জাহান, আকুল হয় সকলপ্রাণ।
কঠিন কোন বিপদকালে নামটি তোমার মুখে নিলে,
সকল মুশকিল আছান করে বাচাও আমার প্রাণ।
তুমি যে বড়ই মেহেরবান, তোমার কুদরতেরি শান তোমার নামটি রহমান।
রহীম ও রহমান নামের চাইযে দয়া সকল খানে শেষ বিচারের কঠিন দিনেও যদি ফাইসা যাই,
রহমানের দয়া যেন পাই। রহমানের দয়া যেন পাই।
একখানা ইসলামী গান লিখলাম।
Post a Comment
If you have any doubts please let me know