Memu emulator কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ কী ভাবে ব্যাবহার করবেন।

 Memu emulator কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ কী ভাবে  ব্যাবহার করবেন।



                                                               Memu Emolator

 আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বারাকাতুহু কেমন আছেন সবাই ? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

 আমরা অধিকাংশ মানুষ এই কম্পিউটার বা পিসি চালাই যেখানে আমরা এন্ড্রয়ডে কিছু অ্যাপস ব্যবহার করতে চাই কিন্তু পারি না।

তাই আমি আপনাদের মাঝে একটা অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটা আপনি কম্পিউটারে ইন্সটল করলেই আপনি অটোমেটিক সমস্ত অ্যান্ড্রয়েডে আপস ডাউনলোড করে রাখতে পারবেন।

আপনার ইচ্ছা মতন আপনার কম্পিউটারকে মোবাইল অ্যান্ড্রয়েড করে ফেলতে পারেন খুব সহজেই।

এই সফটওয়্যার টি আপনি ইচ্ছে করলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইন্সটল করতে পারবেন Ram কম হলেও কোন সমস্যা নাই অনেক ভালো স্পীড পাবেন।

জানি অনেকে অনেক অ্যাপস ব্যবহার করেন তবে আশাকরি এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা অনেক শান্তি পাবেন অনেকে মোবাইল দিয়ে  পাবজি খেলেন ফ্রী ফায়ার খেলেন তাই এখন আপনার হাতে এন্ড্রয়েড মোবাইল নাই তো আপনার কম্পিউটারে আপনি অ্যান্ড্রয়েড করে ফেলেন তাহলে আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন।

 

অনেকে আছে কম্পিউটার দিয়ে লাইভ টিভি দেখতে পারেন না আপনি অ্যাপসটি ব্যবহার করে কম্পিউটারকে লাইভ টিভি বাবা হিসেবে ব্যবহার করতে পারবেন,  চলেন কিভাবে আপনার ডাউনলোড করবেন এক এক করে সব দেখে নেন।

ডাউনলোড বাটনে ক্লি- করুন এবং ১৯ সেকেন্ড অপেক্ষা করুন

 Then Click Memuplay Download Now Button

 

কি ভাবে Memu Emulator Software Download - install And Use করবেন।

 

ডাউনলোড Link Click করার পর নিচের Screenshot এর মতো Show করবে।


Exe File টি ডাউনলোড করা হয়েগেলে সরাসরি ওপেন করবেন। Exe File টি ওপেন করলে নিচের Screenshot এর মতো Show করবে আপনি Just Next Click করবেন।


 

তারপর আবার Next ক্লিক করবেন।


তারপর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।Memu Emulator টি Download হবে।

100% না হওয়া প্রর্যন্ত অপেক্ষা করবেন। 100% হয়ে গেলে আপনার কাজ শেষ।

100% হয়ে গেলে নিচের Screenshot এর মতো Show করবে। মানে আপনার কাজ সেষ এখন আপনি যে কোন Android Apps Use করতে পারবেন চাইলে আপনি Playstore থেকেও Apps Download করতে পারবেন। এই Emulator আপনার Pc তে থাকা মানে আপনার Pc তে একটি ভারচুয়াল Android মোবাইল ফোন আছে।

File থেকে Apps install করতে RPH Click করবেন RPH ক্লিক করারপর File Show করবে তারপর আপনি Just আপনার ইচ্ছে মতো File থেকে Apps Select করে দিলেই Apps টি install হয়ে যাবে।


Memu emulator কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ কী ভাবে  ব্যাবহার করবেন। 

আশাকরি সব কিছু বুঝতে পারছেন।

এতোসময় NOOR24 এর সাথে থাকার জন্য আপনাকে অশংখ্য ধন্যবাদ।

memu emulator,android emulator,memu android emulator,best emulator for low end pc,emulator insider,best android emulator,emulator,memu emulator low end pc settings,memu emulator free fire low end pc,best android emulator for low end pc,root memu emulator,memu emulator speed,how to fix lag in memu emulator free fire,how to speed up memu emulator for free fire,memu emulator download,memu emulator stuck at 99,best emulator



If you have any doubts please let me know

Previous Post Next Post