মিটি মিটি হাসির ছলে পাগল বানাইছে প্রেমের নঙ্গর ফালাইছে, কুয়াকাটা

মিটি মিটি হাসির ছলে পাগল বানাইছে প্রেমের নঙ্গর ফালাইছে, কুয়াকাটা

আজ শুধু পুরানো সহ পাঠিদের কথা মনে পরে।
তাই সবাইকে একখানা গান লিখে উপহার দিলাম। নঙ্গর ফালাইছেরে প্রেমের নঙ্গর ফালাইছে। আমার মন বন্দরে মন রঙ্গীলা নঙ্গর ফালাইছে।
মিটি মিটি হাসির ছলে পাগল বানাইছে প্রেমের নঙ্গর ফালাইছে
আমার মন রঙ্গীলার যৌবন সাম্পান,প্রেমের বাণে হইছে বেসামাল, তাইতো S M S এ প্রেমের বার্তা পাঠাইছে, প্রেমের নঙ্গর ফালাইছে।
বিনিসূতার প্রেম রশিতে আমায় বাইন্দাছে, প্রেমের নঙ্গর ফালাইছে। S M S এর এমন ধরণ, তার প্রেমের করলে বারণ,
হাসিমুখে করবে বরণ শোকেরি মরণ। আমি নাকি তার মরণের শুধুই কারণ। নারে নারে নারে নারে না।
তার প্রেমের শাসন বারণ আমি করবোনা। তার মরণের কারণ কভূ আমি হবোনা।

যৌবনের জোয়ার বাণে, এ মনের রঙ্গীন পালে বিনিসূতার প্রেম রশিতে রাখবো বান্দিয়া,

মরিতে দেবনা প্রেমের শোকে কান্দিয়া।

 কুয়াকাটা ১ম এসেছিলাম ১৯৮৭ সনে, বরগুনা কলেজ থেকে পিকনিকে।

ভাবতেও অবাক লাগে
কিভাবে গেলো এত বছর

মিটি মিটি হাসির ছলে পাগল বানাইছে প্রেমের নঙ্গর ফালাইছে, কুয়াকাটা

বাংলা গান মিষ্টি কবিতা,ইসলামিক গান।ইসলামিক সঙ্গীত


If you have any doubts please let me know

Post a Comment

If you have any doubts please let me know

Post a Comment (0)

Previous Post Next Post

add