গীবত থেকে বাঁচার কিছু উপয়ঃ Hafez Sulaiman Noor

 গীবত থেকে বাঁচার কিছু উপয়ঃ Hafez Sulaiman Noor



গীবত থেকে বাঁচার কিছু উপয়ঃ-


১) মাথায় আসলেই কিছু বলে ফেলবেন না।

কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলুন। 



২) কথা বলার ক্ষেত্রে সর্বদা নিজের মন ও কথার দিকে খেয়াল করবেন।

মন যদি এমন কিছু বলতেও বেশী আগ্রহী হয় যা দ্বারা সেই লোক কষ্ট পাবে

বা গীবত হবে তাহলে সাথে সাথে বোবা বোবা বানিয়ে ফেলবেন নিজেকে,

পারলে সেই স্থান ত্যাগ করে নিবেন।


৩) অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন।

কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

যেমন চায়ের দোকান,বাজার,বাজে লোকদের,ইত্যাদি। 


৪)আপনার কাছে কেউ গীবত করতে চাইলে তাকে থামিয়ে দিবেন।

কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।


৫)অমুক লোক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,

অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না,

অমুক গরীব,  ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত।

তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। 


৬) এর পরেও যদি গীবত হয়ে যায়,

তাহলে সাথে সাথে ১০০-২০০ বার আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলুন।

এবং কয় একবার দূরুদ শরীফ পরে ফেলবেন।


মনে রাখবেন গীবত আমাদের সব নেক আমল গুলো ধ্বংস করে দিবে।.

যেমনি ভাবে শুকনা কাঠকে আগুন জালিয়ে দেয়।

হাজার ভালো কাজ করলেও   কিয়ামতের দিন আমাদের আমলনামা শূন্য থাকবে। 


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গীবতের হাত থেকে রক্ষা করুন। 


         🤲আমিন🤲



If you have any doubts please let me know

Post a Comment

If you have any doubts please let me know

Post a Comment (0)

Previous Post Next Post

add